Swastika Mukherjee: ‘বিকৃত নগ্ন ছবি পর্ন সাইটে দেওয়ার হুমকি দিয়েছেন’, গল্ফগ্রিন থানায় অভিযোগ অভিনেত্রী স্বস্তিকার

Swastika Mukherjee: অভিনেত্রীর দাবি, শেষ একমাস যাবৎ লাগাতার তাঁকে ই-মেল পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে প্রযোজকের তরফে।

Swastika Mukherjee: 'বিকৃত নগ্ন ছবি পর্ন সাইটে দেওয়ার হুমকি দিয়েছেন', গল্ফগ্রিন থানায় অভিযোগ অভিনেত্রী স্বস্তিকার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 8:31 PM

কলকাতা : ছবির প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী (Actress) স্বস্তিকা মুখোপাধ্য়ায় (Swastika Mukherjee)। প্রাণনাশের হুমকি শুধু নয়, ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। গল্ফগ্রিন থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘শিবপুর’ ছবির প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্বস্তিকা। ইম্পা-র দ্বারস্থও হয়েছেন তিনি। সমস্ত নথি দিয়ে অভিযোগ জানিয়েছেন বলেই দাবি অভিনেত্রীর। দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।

অভিনেত্রীর দাবি, শেষ একমাস যাবৎ লাগাতার তাঁকে ই-মেল পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে প্রযোজকের তরফে। আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না, আমেরিকার ভিসা বাতিল করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে, এমনই দাবি স্বস্তিকার।

স্বস্তিকা আরও জানিয়েছেন, প্রযোজকের পরিচিত এক ব্যক্তি নিজেকে হ্যাকার বলে পরিচয় দিয়ে অভিনেত্রীর ছবি বিকৃত করে তাঁকে পাঠিয়েছেন। সেই নগ্ন ছবি ই-মেল করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আগামী মে মাসের ৫ তারিখে ছবি মুক্তি পাওয়ার কথা। শুটিং শেষ হয়ে এসেছে। অভিনেত্রীর দাবি, চুক্তির বাইরে অতিরিক্ত কোনও টাকা তিনি নেননি। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তোলা হয়েছে বলে উল্লেখ করেছেন স্বস্তিকা।

TV9 বাংলাকে ফোনে স্বস্তিকা জানিয়েছেন, রবিশ শর্মা নামে এক ব্যক্তি নিজেকে সন্দীপ সরকারের পরিচিত বলে দাবি করেছেন। তিনিই হুমকি ই-মেল পাঠিয়েছেন অভিনেত্রীকে। স্বস্তিকা বলেন, ‘উনি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হ্যাক করে, নগ্ন তথা মরফড ছবি দিয়ে দেবেন বলে হুমকি দিয়েছেন। উনি সেগুলোকে পর্নসাইটে দেবেন বলেছেন। আমার ম্যানেজারকে গালাগাল দিয়ে লেখা হয়েছে, তুমি তো স্কুটি চালাও, একটা হিট অ্যান্ড রান কেসে দুর্ঘটনা ঘটবে, কেউ জানতে পারবে না।’