কলকাতা: বৃষ্টি হয়েছে মাত্র কয়েক পশলা। কিন্তু গত তিনদিন ধরে সেই সামন্য বৃষ্টিতে জল জমে ভয়াবহ অবস্থা কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের। সেখানের ট্যাংরা, বৈশালী এলাকায় একটু বৃষ্টিতেই জমেছে জল। বাড়ির ভিতরে নোংরা জল ঢুকে বিপর্যস্ত জনজীবন। অভিযোগ, খাওয়ার জলের কলের ভিতরে নোংরা জল ঢুকে সেখান থেকে বেরাচ্ছে পোকা। রীতিমতো বিক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।
এক এলাকাবাসী বলেন, “জল এক সপ্তাহ হয়েছে জমে রয়েছে। পুরসভায় বলেও কোনও কাজ হয় না। অভিযোগ করেও সুরাহা হচ্ছে না।” শুধু তাই নয়, জল জমার পাশাপাশি পানীয় জলেরও সমস্যা রয়েছে বলে অভিযোগ। এলাকার নোংরা জল ঢুকে পড়ছে কলের ভিতরে। সেই জলই পান করতে হচ্ছে।
স্থানীয় আরও এক মহিলা বলেন, “ডিউটি যেতে পারছে না। পায়খানা-বমি হয়ে যাচ্ছে। কল দিতে বলছি দিচ্ছে না। চার-পাঁচদিন হয়ে গেল। দেখে চলে যায়। আর হাতজোড় করে ভোট চাইতে আসে।” ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা বলেন, “আমি গিয়েছিলাম ওইখানে। একটু বৃষ্টিতেই জল জমে যায়। সারা বছর কাজ হয়। হঠাৎ করে বিনা বৃষ্টিতে জল জমে। আমরা পুরসভার কর্মীদের পাঠাই। আমরা পাম্প বাসানোর কাজ করছি।”