
কলকাতা: সিপিআইএম-এর বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যকে ঘিরে আবরও বিতর্কের । ব্যক্তিগত সম্পর্কের একাধিক বিতর্কের পর এবার সেই নেতার আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়়ার অভিযোগ। ইতিমধ্যেই এই বিষয়টাকে নিয়ে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন তন্ময় ভট্টাচার্য।
তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, অনিন্দ্য চৌধুরী নামে নিমতার এক বাসিন্দা তাঁর আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাতে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। অভিযোগপত্রে তিনি একটি বিশেষ ইউটিউব চ্যানেলের কথাও উল্লেখ করেছেন। সেখানে এই বিষয়টি প্রতিবেদন আকারে দেখানো হয়েছে বলেও অভিযোগ।
কয়েক মাস আগেই এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তা নিয়ে চরম বিতর্ক দানা বাঁধে। সূত্রের খবর, সে সময়েই এই অভিযোগ নিয়ে দলের অন্দরেও ক্ষোভ তৈরি হয়েছিল। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে আগেও একাধিক মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছিল। তবে, প্রশ্ন উঠছে দলের প্রথম সারির নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক বার বিতর্ক উঠছে, এবার কী বলবে সিপিএম?