Tathagata Roy: ‘শুধু বিবৃতি দিয়েই খালাস’, ফের তথাগতর নিশানায় বঙ্গ বিজেপি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 08, 2023 | 10:04 AM

Tathagata Roy: আবারও তাঁর নিশানায় বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধীদল হিসাবে শুধু বিবৃতি দিয়েই খালাস পদ্মশিবির। বিস্ফোরক টুইট তথাগত রায়ের।

Tathagata Roy: শুধু বিবৃতি দিয়েই খালাস, ফের তথাগতর নিশানায় বঙ্গ বিজেপি
তথাগত রায়

Follow Us

কলকাতা: একসময় রাজ্য পার্টির দায়িত্ব সামলেছেন। আবার দুই রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন। কিন্তু এখন আর সক্রিয় ভূমিকায় নেই তিনি। মাঝে-মধ্যেই টুইট করে নিজের দল বিজেপির সমালোচনা করতেও দেখা যায় তাঁকে। তিনি তথাগত রায়। আবারও তাঁর নিশানায় বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধীদল হিসাবে শুধু বিবৃতি দিয়েই খালাস পদ্মশিবির। বিস্ফোরক টুইট তথাগত রায়ের।

মঙ্গলবার টুইটে তিনি লেখেন, “দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী সহ প্রায় গোটা দফতরই হাজতে। টাকা চলে যাচ্ছে মেলা-খেলায়, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ অপ্রাপ্যই থাকছে।কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে গিয়ে সিঙাড়া ভাজছেন, পান সাজছেন! প্রধান বিরোধী দল বিজেপি চুপচাপ, বিবৃতি দিয়েই খালাস।”

যদিও তথাগতর রায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র বলেন, “তথাগত বাবু বয়স্ক মানুষ । ওনার টুইট একেক সময় একেক দিকে যায়।”

 

Next Article