Teacher’s Protest: ‘মাথাপিছু ২ কোটি ক্ষতিপূরণ দিন! CM-শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলুন, দোষ আমাদের, বলি হল ওরা’
SSC Protest: এরপরই ক্ষুব্ধ শিক্ষকরা পরিষ্কার বলেন, "ইয়ার্কি পেয়েছে। যেমন নাচাবে তেমন নাচব? আমরা কাউকে ছেড়ে কথা বলব না। দুটো গেট বন্ধ করে দাও। গুলি করে মারুক তাও কাউকে ছাড়ব না।"

কলকাতা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ হবে। সোমবার সন্ধে ছ’টায় সেই তালিকা প্রকাশ করবে বলেছিল এসএসসি। তবে তা হয়নি। আর তাতেই ক্ষুব্ধ চাকরিহারারা। এ দিন তেরো জনের প্রতিনিধি দল পৌঁছয় এসএসসি ভবনে। চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। পরে চাকরিহারা যে সকল শিক্ষক বৈঠক করেন তাঁরা বেরিয়ে জানান যে বৈঠক কার্যত নিষ্ফলা।
এরপরই ক্ষুব্ধ শিক্ষকরা পরিষ্কার বলেন, “ইয়ার্কি পেয়েছে। যেমন নাচাবে তেমন নাচব? আমরা কাউকে ছেড়ে কথা বলব না। দুটো গেট বন্ধ করে দাও। গুলি করে মারুক তাও কাউকে ছাড়ব না।” এরপরই হুঁশিয়ারি, “এই ভাবে চাকরি কাড়লে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিন।”
বেঠক থেকে বেরিয়ে কী বললেন চাকরিহারা শিক্ষকরা?
- চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। কোনও সারবর্তা নেই। পজিটিভ বার্তা দেবে বলতে পারছেন না। এখন বলছেন আইনি পরামর্শ নেবেন। ওরা ঠিক করে উঠতে পারছেন না কী করবেন। কাউন্সিলিংয়ের কোনও কথাই বলেননি। আমরা যোগ্য। ওরা অন্যভাবে লিস্ট প্রকাশ করতে চাইছিল। ওরা খালি বলছে পরেপরে। কথা রাখেনি কমিশন।
- এখন বলছে তৃতীয় কাউন্সিলিং অবধি যাঁরা তাঁরা যোগ্য।
- হুমকি দিচ্ছি, একজনের চাকরি কাড়া হলে গোটা রাজপথ অচল করব।
- আমাদের চাকরি গেছে পর্ষদ, সরকারি দুর্নীতির জন্য।
- কালকে থেকে স্কুল যেতে পারব না, পাড়ার লোক বলবে দুর্নীতি করেছি। তার দায় কে নেবে?
- SSC অফিসের সব গেট বন্ধ করো। গুলি করুক। নিয়ে চলে যাক তাও ছাড়ব না
- যতদিন না সুরাহা হবে ঘেরাও করে রাখব। না কাউকে যেতে দেব। না আমরা যাব।
- এই ভাবে চাকরি কাড়লে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিন
- সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী-শিক্ষমন্ত্রীর চ্যালাচামুন্ডারা বলুন দোষ আমাদের ওদের বলি হতে হল। তাই দু’কোটি দিচ্ছি।
- ইয়ার্কি পেয়েছে। যেমন নাচাবে তেমন নাচব?
- আমরা কাউকে ছেড়ে কথা বলব না। দুটো গেট বন্ধ করে দাও। গুলি করে মারুক তাও কাউকে ছাড়ব না।
- ওরা দুর্নীতি করে টাকা খেল আর চাকরি আমাদের যাবে? কেন ?

