SSC Protest: ‘…নয়ত ২২ লক্ষ OMR এখুনি পাবলিশড করুন’,সল্টলেকে শিক্ষক-শিক্ষিকাদের লাগাতার ধরনা

Teachers Protest: এক চাকরিহারা বলেন, "কোনও কাউন্সিলিংয়ের অজুহাত চলবে না। যোগ্যদের লিস্ট লাগবে। তা না হলে এক্ষুনি ২২ লক্ষ OMR পাবলিশড করুন।" চেয়ারম্যানের সঙ্গে দেখা করা নিয়ে প্রবল কথাকাটাকাটি চাকরি হারাদের।

SSC Protest: ...নয়ত ২২ লক্ষ OMR এখুনি পাবলিশড করুন,সল্টলেকে শিক্ষক-শিক্ষিকাদের লাগাতার ধরনা
সল্টলেকে চাকরিহারাদের ধরনাImage Credit source: Tv9 Bangla

Apr 21, 2025 | 4:57 PM

সুমন মহাপাত্র, সুশোভন ভট্টাচার্য ও শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট

কলকাতা: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের কথা ছিল এসএসসি-র। এখনও পর্যন্ত ( সোমবার ৪টে ৩৬ পর্যন্ত) অযোগ্য চিহ্নিতদের তালিকা প্রকাশিত হয়নি। তালিকা আদৌ প্রকাশিত হবে কি না সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এর মধ্যেই ফের চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান। কমিশনের উপর চাপ বাড়াতে এসএসসি ভবন অভিযানে যোগ্য শিক্ষক-শিক্ষকা অধিকার মঞ্চ। SSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। যতক্ষণ না তালিকা প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বঞ্চিতরা।

এক চাকরিহারা বলেন, “কোনও কাউন্সিলিংয়ের অজুহাত চলবে না। যোগ্যদের লিস্ট লাগবে। তা না হলে এক্ষুনি ২২ লক্ষ OMR পাবলিশড করুন।” চেয়ারম্যানের সঙ্গে দেখা করা নিয়ে প্রবল কথাকাটাকাটি চাকরি হারাদের। তাঁদের একটাই বক্তব্য, রুদ্ধদ্বার বৈঠক অনেক হয়েছে, আর নয়! তালিকা প্রকাশ নিয়ে অনড় চাকরিহারা।

এ দিকে আন্দোলনের জেরে অবরুদ্ধ সল্টলেক। এসএসসি ভবনের সামনে বসে অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এক চাকরিহারা শিক্ষিকা বলেন, “আমরা কোনও দিশা খুঁজে পাচ্ছি না। আমাদের নিয়ে কী করতে চলেছে ওরা। ২০১৫ সালে রিভিউ পিটিশন বেরিয়েছিল। তারপর থেকে খালি আন্দোলন করে যাচ্ছি। কখনও লিস্ট বের করার জন্য, কখনও কাউন্সিলিংয়ের জন্য আন্দোলন করতে হয়েছে। মোটমাট যোগ্য-অযোগ্য তালিকা আমরা চাই। ব্যাস।”