Recruitment Scam: ‘ভলেন্টিয়ার শিক্ষক হতে রাজি নই’,মমতার অনুরোধে ‘না’ চাকরিহারার

সুমন মহাপাত্র | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 07, 2025 | 7:39 PM

Teachers Meeting with Mamata Banerjee: সোমবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি…। এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনও ভাবেই না যায়… আপনাদের তো কেউ টারমিনেট করেছে?"

Follow Us

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প পথের কথা বলেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁদের ভলান্টিয়ারি সার্ভিস দিতেও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আদৌ কি এই স্বেচ্ছাশ্রম দেবেন চাকরিহারারা? টিভি ৯ বাংলার প্রতিনিধিকে এক চাকরিহারা পরিষ্কার জানালেন, তাঁরা কোনও রকম স্বেচ্ছাশ্রমে রাজি নন।

YouTube video player

এ দিন, চাকরিহারা এক শিক্ষিকা বলেন, “মোটেই না। ভলেন্টিয়র সার্ভিস কথাটা একটা প্রশ্নবোধকে রেখে গিয়েছেন উনি। যেহেতু এই কেস সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই কারণে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। কোনও শিক্ষক মহল ভলেন্টিয়ার শিক্ষক হতে রাজি নন। তবে আমরা আশ্বস্ত হয়েছি যে কোনও যোগ্য শিক্ষকের চাকরি যাবে না।” আরও এক চাকরিহারা শিক্ষক বলেন, “এটা তো শুধু টাকার বিষয় নয়। আমাদের সম্মানের বিষয় জড়িয়ে আছে। আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বের হতে পারব না।”

এ দিন কী বলেছেন মুখ্যমন্ত্রী? সোমবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি…। এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনও ভাবেই না যায়… আপনাদের তো কেউ টারমিনেট করেছে? আপনি আপানাদের কাজ করুন না, কে বারণ করেছে? ভলেন্টিয়ারি সার্ভিস কিন্তু চলতেই পারে। কীভাবে আটকাবে?” মূলত এই ভলেন্টিয়ারি সার্ভিস দিতেই ইচ্ছুক নন শিক্ষকদের একাংশ।

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প পথের কথা বলেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁদের ভলান্টিয়ারি সার্ভিস দিতেও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আদৌ কি এই স্বেচ্ছাশ্রম দেবেন চাকরিহারারা? টিভি ৯ বাংলার প্রতিনিধিকে এক চাকরিহারা পরিষ্কার জানালেন, তাঁরা কোনও রকম স্বেচ্ছাশ্রমে রাজি নন।

এ দিন, চাকরিহারা এক শিক্ষিকা বলেন, “মোটেই না। ভলেন্টিয়র সার্ভিস কথাটা একটা প্রশ্নবোধকে রেখে গিয়েছেন উনি। যেহেতু এই কেস সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই কারণে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। কোনও শিক্ষক মহল ভলেন্টিয়ার শিক্ষক হতে রাজি নন। তবে আমরা আশ্বস্ত হয়েছি যে কোনও যোগ্য শিক্ষকের চাকরি যাবে না।” আরও এক চাকরিহারা শিক্ষক বলেন, “এটা তো শুধু টাকার বিষয় নয়। আমাদের সম্মানের বিষয় জড়িয়ে আছে। আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বের হতে পারব না।”

এ দিন কী বলেছেন মুখ্যমন্ত্রী? সোমবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি…। এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনও ভাবেই না যায়… আপনাদের তো কেউ টারমিনেট করেছে? আপনি আপানাদের কাজ করুন না, কে বারণ করেছে? ভলেন্টিয়ারি সার্ভিস কিন্তু চলতেই পারে। কীভাবে আটকাবে?” মূলত এই ভলেন্টিয়ারি সার্ভিস দিতেই ইচ্ছুক নন শিক্ষকদের একাংশ।