
কলকাতা: ফের দাদু হলেন লালুপ্রসাদ যাদব। মঙ্গলবার সকালে কলকাতার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন লালুর কনিষ্ঠপুত্র তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। তেজস্বীর ছেলে হয়েছে শুনেই হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবাগতর মুখ দেখে বেরিয়ে বললেন, “আমি খুব খুশি। তেজস্বীর ছেলে হয়েছে। আগেরটা মেয়ে হয়েছিল। তেজস্বীর স্ত্রী নয় মাস ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছে। কেউ জানতো না। আমার সঙ্গে তেজস্বীর কথা হত। আমাকে গতকাল রাতেই তেজস্বী জানিয়েছিল, আজ সকালে ডেলিভারি হবে।”
মমতা বলেন, “আজ সকালে ৬:১৪ মিনিট নাগাদ আমাকে তেজস্বী এসএমএস করে ছেলে হওয়ার কথা জানায়। আমি ৬:১৬ মিনিটে আমি উত্তর দিই। সামনেই বিহারের নির্বাচন। সেই নির্বাচনের খুশির খবর এই ছেলের মাধ্যমেই নিয়ে এল। প্রত্যেকে খুব ভালো রয়েছে।”
তেজস্বীর ঘরে নতুন সদস্য
কথা প্রসঙ্গেই মমতা জানান, লালুপ্রসাদ ও তাঁর পরিবারের সকলের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের বিষয়টিও।
প্রসঙ্গত, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর সঙ্গে রাজশ্রীর বিয়ে হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। ২০২৩ সালের মার্চে কন্যাসন্তানের পিতা হন তেজস্বী। এবার তাঁদের কোল আলো করে এল পুত্রসন্তান।