
কমলেশ চৌধুরী ও শৌভিক সরকারের রিপোর্ট
কলকাতা: অবশেষে নামতে শুরু করল রাতের তাপমাত্রা। মেঘ সরতেই শুষ্ক আবহাওয়া রাজ্যে। সোমবার রাতের পর মঙ্গলবার সকাল থেকে বেশ অনুভূত হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। এদিন সকালেই ২১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কলকাতার তাপমাত্রা, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সম্প্রতি পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে গিয়েছে সাইক্লোন মন্থা। তারপরও তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। তবে তার প্রভাব পড়ল শুধুই উপকূলে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, আজ মঙ্গলবার থেকে মোটের উপর পরিস্কার থাকবে আকাশ। কোথাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তো কমেছেই। অন্যদিকে, পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে নেমেছে পারদ। তবে এখনই খুব বেশি পারদ পতন হবে বলে মনে করছে না হাওয়া অফিস। আপাতত থাকবে শুষ্ক আবহাওয়া। আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপাতত নিম্নচাপের অবস্থান পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে। ফলে বাংলায় এর খুব বেশি প্রভাব পড়ছে না। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে জানা যাচ্ছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। ওই অঞ্চলে সমুদ্রও উত্তাল থাকবে।
শুক্রবার ফের আবহাওয়ার পরিবর্তন হবে। ফলে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে।
এদিন সকাল থেকে কোথাও হালকা ধোঁয়াশা বা কুয়াশা দেখা যাচ্ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪২ থেকে ৯১ শতাংশ।