BDO: PSC-তে টাকা দিয়ে ফাঁকা খাতা দেওয়ার পরও চাকরি পেয়েছে, বিডিও নিয়োগ নিয়ে অভিযোগ শুভেন্দুর

BLO: বিরোধী দলনেতা বলেন, "এই বিডিও যাঁরা ভুয়ো ওবিসি সার্টিফিকেটে পিএসসি-তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে। ৭০ থেকে ৮০ জন এমন বিডিও আছেন। ওরা জানেন মমতা গেলে চাকরি যাবে।"

BDO: PSC-তে টাকা দিয়ে ফাঁকা খাতা দেওয়ার পরও চাকরি পেয়েছে, বিডিও নিয়োগ নিয়ে অভিযোগ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী Image Credit source: TV 9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 27, 2025 | 4:05 PM

কলকাতা: বাংলায় এসআইআর শুরুর আগেই BLO নিয়োগ নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নিশানায় বিডিও-দের একাংশ। স্থায়ী কর্মী থাকা সত্বেও অস্থায়ী কর্মীদের BLO পদে নিয়োগ করা হয়েছে। যাঁরা এদের নিয়োগ করেছেন তাঁদের গ্রেফতার করতে হবে। দাবি শুভেন্দু অধিকারীর।

বিরোধী দলনেতা বলেন, “এই বিডিও যাঁরা ভুয়ো ওবিসি সার্টিফিকেটে পিএসসি-তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে। ৭০ থেকে ৮০ জন এমন বিডিও আছেন। ওরা জানেন মমতা গেলে চাকরি যাবে। তাই তারা স্থায়ী কর্মী থাকা সত্বেও অস্থায়ী কর্মীদের বিএলও করেছে। আমি পঞ্চাশের মতো নাম পেয়েছি। আরও বাড়বে এই সংখ্যা। এদের গ্রেফতার করতে হবে।”

তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “উনি যেটা বলেছেন সেটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না। আর বিএলও হল সর্বনিম্ন স্তরের ইলেকশন কমিশনের মেশিনারিতে। আর নির্বাচনের কমিশনের যিনি সর্বোচ্চ স্তরে আছেন তাঁর নিয়োগ পদ্ধতি কেন পরিবর্তন করে দিলেন?” বস্তুত, আরামবাগ থেকে অভিযোগ আসছে অস্থায়ী কর্মীরাই বিএলও হিসাবে কাজ করছেন। নিয়োগ করা হয়েছে পঞ্চায়েতের কর্মী বা অবসরপ্রাপ্তদের। পুরো বিষটি পরিচালনা করছে তৃণমূল। BLO পদে কর্মরত অস্থায়ী কর্মী শ্রীমন্ত রায় বলেন, “সার্ভেলেন্স দল সমীক্ষা করে আনেন। সমস্যা চিহ্নিত করেন। কন্ট্রোল টিম কন্ট্রোল করেন। আমরা এই প্রোজেক্টের অধীনে কাজ করি। অস্থায়ী হিসাবে নিয়োগ হয়েছে।”