
কলকাতা: ফের রণক্ষেত্র বিকাশ ভবন চত্বর। সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা। ভেঙে গিয়েছিল গেট। পুলিশকে তোয়াক্কা না করেই আছড়ে পড়েছিল চাকরিহারাদের ঢেউ। সন্ধ্যা নামতে না নামতেই ফের তপ্ত বিকাশভবন চত্বর। আন্দোলনকারীদের ধাক্কা পুলিশের। পাল্টা ইট ছোড়ার অভিযোগ চাকরিহারাদের বিরুদ্ধে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিকাশ ভবনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা সরকারি কর্মীদের। এদিকে সকালে উত্তেজনার পর থেকেই বিকাশ ভবন চত্বরে পুলিশের সংখ্যা আরও বাড়ানো হয়। এরইমধ্যে নামানো হয়েছে র্যাফ।
সূত্রের খবর, বিকাশভবনের কর্মীদের এসকর্ট করে বের করার চেষ্টা করে পুলিশ। তাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন আন্দোলনকারী চাকরিহারারা শিক্ষক ও শিক্ষা কর্মীরা। বাধা দেয় পুলিশ। মুহূর্তেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় এলাকায়। তপ্ত পরিস্থিতিতেই এক পুলিশ কর্মীর মাথাও ফেটে যায়।
ক্ষোভে ফুঁসতে ফুঁসতেই উল্টে পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠেন চাকরিহারারা। পুলিশের ব্যারিকেডে উঠে চলতে থাকে স্লোগান। একজন বললেন, “আমাদের হাত ভেঙে দেবে বলেছে। জামা ছিড়ে দিয়েছে, কলার ধরে টেনেছে। কী করেছি আমরা? কেন আমাদের সঙ্গে এমন করবে?” আর একজন বললেন, “চুরিটা তো এরাই করেছে। আমরা তো আর চুরি করিনি।” এরই মধ্যে ফের শুরু হয়ে যায় স্লোগান। আর একজন চাকরিহারা বললেন, “আমরা আমাদের হকের চাকরি ফেরত নিতে এসেছি। আমরা কী গুন্ডা না মস্তান যে আমাদের সঙ্গে এমন করা হবে!”