Rabindra Bharati University: অনলাইন পরীক্ষার দাবিতে ঘেরাও রবীন্দ্রভারতীর উপাচার্য, দরজায় লাথি! ক্যাম্পাসে ঢুকল পুলিশ

Rabindra Bharati University: অনলাইন পরীক্ষার দাবিতে উত্তেজনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে সিথি থানার পুলিশ।

Rabindra Bharati University: অনলাইন পরীক্ষার দাবিতে ঘেরাও রবীন্দ্রভারতীর উপাচার্য, দরজায় লাথি! ক্যাম্পাসে ঢুকল পুলিশ
ছবি - ব্যাক উত্তেজনা রবীন্দ্রভারতীতে

| Edited By: জয়দীপ দাস

May 17, 2022 | 9:54 PM

কলকাতা: অনলাইন পরীক্ষার (Online Exam) দাবিতে বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা লাগাতার আন্দোলনের রাস্তায় হাঁটছেন। যদিও তাঁদের দাবি ও আন্দোলনের বৈধতা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। এরইমধ্যে অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়াল ব্যাপক উত্তেজনা। এদিন সকাল থেকেই দফায় দফায় উপচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তবে আন্দোলনরত পড়ুয়ারা আবার তাদের উপর মারধরেরও অভিযোগ করেছেন। তাদের দাবি, উপচার্যের নির্দেশেই কিছু লোকজন তাঁদের উপর চড়াও হয়েছে।

এদিকে অনলাইন পরীক্ষার দাবিতে যেথানে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। তারমধ্যে উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরীর ঘরের দরজায় লাথি মারারও অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে। তাতেই আরও বাড়ে উত্তেজনা। ক্যাম্পাসে আসে সিঁথি থানার পুলিশ। যতক্ষণ না তাঁদের দাবি মানা হবে ততক্ষণ তাদের আন্দোলন জারি থাকবে বলে জানান আন্দোলনরত পড়ুয়ারা।  তাঁদের দাবি এতদিন অনলাইনে ক্লাস চলেছে প্র্যাকটিক্যাল পরীক্ষাও ঠিক মতো হয়নি। এই পরিস্থিতিতে তাঁরা অফলাইন পরীক্ষায় বসতে পারবনে না। ঘটনা প্রসঙ্গে উপাচার্য জানান, “দু-একটি বিভাগে অভিযোগ আছে। সেটা আমরা আলাপ-আলোচনা করে দেখছি কীভাবে সমাধান করা যায়”। তবে পরীক্ষা হবে অফলাইনেই, তা এদিন সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

অন্যদিকে অনলাইন পরীক্ষার দাবি নিয়ে এক আন্দোলনরত পড়ুয়া বলেন, “আমরা অনলাইন পরীক্ষার দাবি নিয়ে উপাচার্যের কাছে গিয়েছিলাম। কিন্তু ভিসি স্যার খুব খারাপ ভাবে আমাদের জানিয়ে দেন তাঁরা অনলাইন পরীক্ষা নেবেন না। অফলাইনেই হবে পরীক্ষা। কিন্তু, যেহেতু ক্লাস হয়নি, সিলেবাস শেষ হয়নি। তাই আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। আমরা আমেদের দাবিতে অনড় থাকলে উনি পুলিশ ডেকেছেন। বলছেন প্রতিশোধ নেবেন”।