TET Exam: দেড় লক্ষ পরীক্ষার্থীর তথ্যফাঁসের অভিযোগ, সচিব পর্যায়ে শুরু অনুসন্ধান

TET Exam: হঠাৎ করে দেখা যায়, ২০২২ সালের ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থীর ফল একটি ভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয়ে গিয়েছে। কেবল তাই নয়, সেখান থেকে আবার সার্টিফিকেট ডাউনলোড করারও অপশন দেওয়া হচ্ছে। 

TET Exam: দেড় লক্ষ পরীক্ষার্থীর তথ্যফাঁসের অভিযোগ, সচিব পর্যায়ে শুরু অনুসন্ধান
অন্য ওয়েবসাইটে ফল ফাঁসImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 25, 2025 | 10:42 AM

কলকাতা:   TV9 বাংলার খবরের জের। টেটের তথ্য ফাঁস বিতর্কে, উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কী করে পর্ষদের তথ্য অন্য ওয়েবসাইটে ফাঁস হল, তা জানতে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পর্ষদ। নেপথ্যে কি অন্দরের কেউ? খতিয়ে দেখছে পর্ষদ। সচিব পর্যায়ে অনুসন্ধান শুরু করেছে প্রাথমিক বোর্ড।  এমনিতেই পরীক্ষা, ইন্টারভিউ, তার ফলপ্রকাস, নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরিপ্রার্থীদের হাজারও অভিযোগ। প্রতিবাদে বারবার রাজপথে নামছেন তাঁরা। এরই মধ্যে আরও বড় বিতর্ক।

হঠাৎ করে দেখা যায়, ২০২২ সালের ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থীর ফল একটি ভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয়ে গিয়েছে। কেবল তাই নয়, সেখান থেকে আবার সার্টিফিকেট ডাউনলোড করারও অপশন দেওয়া হচ্ছে।  রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে, সেটাও সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। কেবল প্রাথমিকের ফলই নয়, এই ওয়েবসাইট থেকে আরও একাধিক পরিষেবা পাওয়া যায়। ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যও রয়েছে সেখানে। অথচ  সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটের কোনও তথ্য সরকারি ভাবে নেই। সেটাকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

অনেক শিক্ষাকর্তার মতেই এর পিছনে বড় কোনও রহস্য থাকতে পারে। হাইকোর্টেই এই বিষয়টি উত্থাপিত হবে। যদিও, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “এটা সত্য কি না আমায় দেখতে হবে। আমি দেখে নিচ্ছি। আগে সার্চ করে নিন। এমন চক্র থাকলে তো ব্যবস্থা নেব। আমাদের ওয়েবসাইট থেকে এমনটা সম্ভব নয়।”