
কলকাতা: আজ, বুধবারই টেটের ফলপ্রকাশ। বিকাল ৪টেয় সময়ে প্রকাশিত হবে টেটের ফল। শীঘ্রই জারি করা হবে প্রাথমিকে ১৩.৪২১টি শূন্যপদের বিজ্ঞপ্তি। এদিনই অর্থ দফতরের থেকে অনুমোদন মেলে। তারপরই ঘোষণা করা হয়, বুধবারই বিকাল চারটে ২০২৩ সালের টেটের ফলপ্রকাশ করা হবে।
২০২২-২৩ সালে টেট উত্তীর্ণরা, যাঁদের বয়স এখনও রয়েছে, এই আবেদন করতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে এই ফল দেখা যাবে। উল্লেখ্য, ২০২৩ এর ডিসেম্বরে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুর্গাপুজোর আগে স্বাভাবিকভাবেই এটা চাকরিপ্রার্থীদের কাছে সুখবর। ২০২৩ সালে প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৭২ হাজার জন।
উল্লেখ্য, ২০২৩ সালের এই টেট পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছিলেন, ২০১৭ এবং ২০২২-এর টেটের আইনি জটিলতা না মেটা পর্যন্ত ২০২৩ সালের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা নেই। পরীক্ষার্থীদের অভিযোগ, ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল রয়েছে। আর ২৪টি প্রশ্ন ভুল রয়েছে ২০২২ সালের টেটে। তা নিয়ে আদালতে মামলা হয়। অভিযোগ খতিয়ে দেখে বিশদে রিপোর্ট দেয় বিশেষজ্ঞদের কমিটি। ২০২৩-এর টেটের প্রশ্ন নিয়েও মামলা হয়েছে। তা নিয়ে আইনি পরামর্শ নিয়েছিল পর্ষদ। নানা আইনি জটিলতা এবং নিয়োগে দেরির কারণে ২০২৪ সালের টেটও বাতিল হয়ে যায়। হাজারও জটিলতা পেরিয়ে এবার আশায় চাকরিপ্রার্থীরা।