কলকাতা: হঠাৎ করেই পেট ফুলতে শুরু করেছিল। ধীরে ধীরে বছর ৬১-র মহিলা হারাচ্ছিলেন হাঁটাচলার ক্ষমতা। অনেক চিকিৎসক দেখানো হয়। পরীক্ষাও করানো হয় একাধিক। প্রথমটায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন অন্য কিছু। পরে দেখা যায় অন্য। ওভারিতে ৪৬ কেজির টিউমার। সেটা নিয়েই এতদিন চলছিলেন বেহালার বৃদ্ধা। সোমবার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে অস্ত্রোপচার করা হয় ওই বৃদ্ধার। ২ ঘণ্টার অস্ত্রোপচারের পর সেই টিউমার বার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেহালার বাসিন্দা ৬১ বছরের সুস্মিতা দাসের ২ বছর ধরে শারীরিক সমস্যা হতে শুরু করে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তাঁর পেট ফোলা শুরু হতে থাকে। বন্ধ হয়ে যায় হাঁটাচলার ক্ষমতা। তাঁর খাওয়া দাওয়াও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
জানা যাচ্ছে, পরিবারের সদস্যরা অনেক হাসপাতাল ঘুরে তাঁকে ভর্তি করেন ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন তাঁর ফুসফুসে ক্যান্সার হয়েছে। তারপর পরীক্ষা করে জানতে পারেন, ওভারিতে বিরাট বড় টিউমার। কিন্তু তা বলে এত্ত বড়! তা তো আর পরীক্ষায় বোঝা যায়নি।
তাঁর অস্ত্রোপচার করানো হয়। দুটো টেবিল জুড়ে টুল পেতে চিকিৎসক সুব্রতর সাহুর তত্ত্বাবধানে অপারেশন করেন। ২ঘণ্টা ধরে চলে অপারেশন। উদ্ধার হয় ৪৬ কেজির টিউমার।