Abhishek Banerjee : মেঘালয়ের ভোটারদের ধন্যবাদ, ৫ প্রার্থীর জয়ের পর টুইট অভিষেকের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Mar 03, 2023 | 12:01 AM

Abhishek Banerjee : প্রসঙ্গত, যে পাঁচ আসনে তৃণমূলের প্রার্থীরা জয় ছিনিয়ে নিয়েছেন এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল দাদেংগ্রে কেন্দ্রে রূপা এম মারাকের জয়। লড়াইটাও এখানে হয়েছে বেশ হাড্ডাহাড্ডি।

Abhishek Banerjee : মেঘালয়ের ভোটারদের ধন্যবাদ, ৫ প্রার্থীর জয়ের পর টুইট অভিষেকের
অভিষেকের টুইট

Follow Us

কলকাতা : ত্রিপুরায় (Tripura) বিশেষ প্রভাব ফেলতে না পারলেও মেঘালয়ে হাসি ফুটেছে ঘাসফুল সমর্থকদের মধ্যে। সদ্য সমাপ্ত মেঘালয় বিধানসভা নির্বাচনে (Meghalaya Assembly Polls Result 2023) ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আর দলের এই ফলে খুশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করলেন টুইট। মেঘালয়ের বাসিন্দাদের দিলেন শুভেচ্ছাবার্তা। শুভেচ্ছাবার্তা দিলেন দলীয় কর্মীদেরও। টুইটারে লিখলেন, “আমি বিনীতভাবে মেঘালয়ের ভোটারদের ধন্যবাদ জানাই আমাদের এত ভালবাসা দেওয়ার জন্য, আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি রাজ্য জুড়ে প্রতিটি দলীয় কর্মীকে ধন্যবাদ জানাতে চাই গত এক বছরে তাঁদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য।” একইসঙ্গে জয়ের জন্য দলের নবনির্বাচিত পাঁচ বিধায়ককে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন তিনি। 

আরও একটি টুইটে তিনি লেখেন, “আমি এই সুন্দর পার্বত্য রাজ্যের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই। আমরা একটি দায়িত্বশীল বিরোধীদল হিসাবে অবিরত কাজ করে যাব। ভবিষ্যতেও জনগণের সেবায় আমরা আন্তরিকভাবে অক্লান্ত পরিশ্রম করে যাব।” 

প্রসঙ্গত, যে পাঁচ আসনে তৃণমূলের প্রার্থীরা জয় ছিনিয়ে নিয়েছেন এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল দাদেংগ্রে কেন্দ্রে রূপা এম মারাকের জয়। তাঁর প্রতিপক্ষ ছিলেন মেঘালয়ে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দাদা জেমস পাংসাং সাংমা। প্রসঙ্গত, এই দাদেংগ্রে আসন থেকে গত তিনবার জয়ী হয়েছিলেন জেমস সাংমা। তবে এখানে রূপা এম মারাকের জয় এতটা সহজ ছিল না। হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। জেমস পাংসাং সাংমার মতো প্রভাবশালী নেতাকে মাত্র ৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন রূপা এম মারাক। দিনের শুরুতে এদিন এই জয় দিয়েই খাতা খুলেছিল তৃণমূল। তারপরই আসতে থাকে একের পর এক জয়ের খবর। নংথিম্মাই আসন থেকে জয়ী হন চার্লস পিনগ্রোপ, সোংসক আসনে মুকুল সাংমা, রাজাবালা আসনে মিজানুর রহমান কাজি এবং আম্পাটি আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী মিয়ানি ডি শিরা। তাতেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। 

Next Article