e SSC: গ্রুপ সি ও ডি-র দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল কমিশন, নাম ৩৫১২ জনের, দেখে নিন তালিকা - Bengali News | The Commission has released the complete list of candidates for Group C and D, the names of 3512 people, check out the list | TV9 Bangla News

SSC: গ্রুপ সি ও ডি-র দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল কমিশন, নাম ৩৫১২ জনের, দেখে নিন তালিকা

SSC: মামলাকারীদের তরফ থেকে সওয়াল করা হয়েছিল, একই নামের গোটা রাজ্যে বহু ব্যক্তি থাকতেই পারে। তাতে বিভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে শুধু নাম ও রোল নম্বর দিয়ে কোনও ব্যক্তিকে চিহ্নিত করা যায় না। নামের পাশে রোল নম্বর, কোন পোস্টে চাকরি করতেন, জন্মতারিখ, সঙ্গে অভিভাবকের নাম, সম্পূর্ণ তথ্য দিয়ে প্রকাশ করতে হবে।

SSC: গ্রুপ সি ও ডি-র দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল কমিশন, নাম ৩৫১২ জনের, দেখে নিন তালিকা
সামনে এল নতুন তালিকা Image Credit source: TV 9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 06, 2025 | 12:04 AM

কলকাতা: গ্রুপ সি এবং গ্রুপ ডি–র দাগি শিক্ষাকর্মীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল এসএসসি। মোট ৩৫১২ জন রয়েছেন এই তালিকায়। আগের মতো শুধু নাম ও রোল নম্বর নয়, এবার আদালতের নির্দেশ মেনে রোল নম্বর, পোস্ট, অভিভাবকের নাম , জন্মতারিখ , সব মিলিয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়েছে। আগেও ‘দাগি’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু হাইকোর্ট নির্দেশ দেয়, দাগিদের পূর্ণাঙ্গ তালিকা, তাঁদের সমস্ত বিবরণী-তথ্য দিয়ে প্রকাশ করতে হবে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগে যাঁরা কমিশনের সুপারিশে চাকরি পেয়েছেন এবং পরে ‘দাগি’ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের পুরো তালিকা প্রকাশ করতে হবে।

মামলাকারীদের তরফ থেকে সওয়াল করা হয়েছিল, একই নামের গোটা রাজ্যে বহু ব্যক্তি থাকতেই পারে। তাতে বিভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে শুধু নাম ও রোল নম্বর দিয়ে কোনও ব্যক্তিকে চিহ্নিত করা যায় না। নামের পাশে রোল নম্বর, কোন পোস্টে চাকরি করতেন, জন্মতারিখ, সঙ্গে অভিভাবকের নাম, সম্পূর্ণ তথ্য দিয়ে প্রকাশ করতে হবে। মামলাকারীদের আবেদনে মান্যতা দেয় হাইকোর্ট। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয় কমিশনকে। আদালতের আরও পর্যবেক্ষণ ছিল, ওএমআর শিটে অমিল, র‍্যাঙ্ক জাম্পিং, প্যানেল বহির্ভূত নিয়োগ- সহ বহু দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে কারা দাগি, তা পূর্ণাঙ্গভাবে জানানো জরুরি। সেই নির্দেশ অনুযায়ী, তালিকা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

এক ঝলকে দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা। কাদের নাম রয়েছে….

এর আগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে কমিশন।