Job Seekers protest: অবস্থান তোলার সিদ্ধান্ত ২০০৯ এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 08, 2022 | 3:29 PM

Kolkata: জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার চাকরি প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে নেবেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ধর্নামঞ্চ তাঁরা প্রত্যাহার করে নিচ্ছেন তাঁরা।

Job Seekers protest: অবস্থান তোলার সিদ্ধান্ত ২০০৯ এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের
অবস্থান তুলছেন চাকরি প্রার্থীরা (নিজস্ব ছবি)

Follow Us

কলকাতা: ধর্না মঞ্চ থেকে অবস্থান তুলছেন চাকরি প্রার্থীরা। ২০০৯ এর চাকরি প্রার্থীদের অবস্থান তোলার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার চাকরি প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে নেবেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ধর্নামঞ্চ তাঁরা প্রত্যাহার করে নিচ্ছেন তাঁরা।

কেন এমন সিদ্ধান্ত?
আন্দোলন প্রত্যাহার করা এক চাকরিপ্রার্থী বলেন, ‘আমাদের উপাচার্য ছিলেন সমাধান। ডু অর ডাই। আমরা আলোচনা করে দিন বাড়াতে চাইছি না। হয় আলোচনা। মুখ্যমন্ত্রীর কাছে বারাবার আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল নিয়োগ। তবে আমি আশ্বস্ত হয়েছি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছ থেকে। তিনি জানিয়েছেন, রায় হয়ে গেলে নিয়োগ দেব। আমাদের যথেষ্ঠ সহযোগিতা করেছেন ডিপিএসসি চেয়ারম্যান অজিত কুমার সাহেব। রায় দান হবে আগামী বৃহস্পতিবার। সেই কারণে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম।’

এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘আমরা আশ্বস্ত হয়ে ধর্মতলা থেকে আন্দোলন তুলে নিয়েছি। আমাদের তখন জেলা ভিত্তিক নিয়োগ ছিল। নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ডিপিএস-র চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা এবং মা। তবে আমরা ধর্মতলা থেকে অবস্থান তুললেও বালিগঞ্জে অবস্থানে বসব। আর নিয়োগ যতক্ষণ না হাতে পাব ততক্ষণ আমরা বালিগঞ্জে অবস্থানে বসব।’

 

Next Article