Padma Award: প্রসেনজিৎ থেকে তৃপ্তি মুখোপাধ্যায়, কোন কোন বাঙালি পেলেন এবারের পদ্ম সম্মান?

Padma Award 2026: প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এবছর পদ্ম প্রাপকদের তালিকায় রয়েছেন মোট ১১ জন বাঙালি। প্রত্যেকেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন। কারা পেলেন পদ্মশ্রী সম্মান, দেখে নিন তালিকা।

Padma Award: প্রসেনজিৎ থেকে তৃপ্তি মুখোপাধ্যায়, কোন কোন বাঙালি পেলেন এবারের পদ্ম সম্মান?
বাংলা থেকে এবছর কারা পেলেন পদ্ম সম্মান?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 25, 2026 | 7:00 PM

নয়াদিল্লি: সাহিত্য, সংস্কৃতি থেকে থেকে শিল্পকলা। নানা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবারের পদ্ম সম্মানের তালিকায় জায়গা পেলেন বেশ কয়েকজন বাঙালি। তাঁর মধ্যে যেমন রয়েছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তেমনই রয়েছেন তবলাবাদক কুমার বোস।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এবছর পদ্ম প্রাপকদের তালিকায় রয়েছেন মোট ১১ জন বাঙালি। প্রত্যেকেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন।

কোন কোন বাঙালি পেলেন পদ্মশ্রী সম্মান?

সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পেলেন অশোক কুমার হালদার ও গম্ভীর সিং ইয়নজোন। শিল্পকল্পা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মরণোত্তর পদ্মশ্রী সম্মান পেলেন হরিমাধব মুখোপাধ্যায়। তাঁর পাশাপাশি জ্যোতিষ দেবনাথ এ খ্যাতনামা তবলাবাদক কুমার বোস শিল্পকলায় পদ্মশ্রী সম্মান পেলেন। সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য এবছর পদ্মশ্রী সম্মান পেলেন মহেন্দ্রনাথ রায়।

বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার শিল্পকলা ক্ষেত্রে পদ্মশ্রী সম্মান পেলেন। চার দশকের বেশি বাংলা সিনেমার নায়ক তিনি। এখনও টলিউডের অন্যতম স্তম্ভ। বাংলা সিনেমায় তাঁর অসামান্য অবদানের জন্য প্রসেনজিৎকে পদ্মশ্রী সম্মান দেওয়া হল। শিল্পকলা ক্ষেত্রে বাংলা থেকে আরও ২ জন পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তৃপ্তি মুখোপাধ্যায় এবং তরুণ ভট্টাচার্য। এছাড়া সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে পদ্মশ্রী সম্মান পেলেন রবিলাল টুডু। আর মেডিসিনে পদ্মশ্রী পেলেন সরোজ মণ্ডল। পদ্ম প্রাপকদের মধ্যে ২ জন উত্তরবঙ্গের। মহেন্দ্রনাথ রায় ও হরিমাধব মুখোপাধ্যায়। 

এবছরের পদ্ম সম্মানের তালিকায় ৫ জন পদ্ম বিভূষণ সম্মান পেয়েছেন। আর ১৩ জন পদ্মভূষণ সম্মান পেলেন। তবে এই দুই পদ্ম সম্মান প্রাপকের তালিকায় বাংলার কেউ নেই।