
কলকাতা: এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে চিঠি গেল বাস মালিক সংগঠনের। ভোটের জন্য যে বাস ব্যবহার করা হবে তার ভাড়া যেন বৃদ্ধি করা হয়, সেই আবেদন করেই চিঠি দিয়েছে ‘অল বেঙ্গল বাস মিনিবাস সমন্নয় সমিতি’। তাদের দাবি, ওড়িশায় নির্বাচনী কাজের জন্য যে বাস ব্যবহার করা হয়েছিল সেই সময় ভাড়া অনেক বেশি। অথচ বাংলায় সেই ভাড়া অনেক কম। তাই ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে চিঠি দিলেন তাঁরা।
তবে এই চিঠি প্রথম নয়, এর আগেও অর্থাৎ ২০২৫ সালের ১৩ অগস্ট বাস মালিক সংগঠন চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনকে। এরপর ছাব্বিশের ভোটের আগে ফের একবার চিঠি দিল তারা। সেখানে তাদের বক্তব্য, ওড়িশায় নির্বাচনী কাজের সঙ্গে ব্যবহৃত ভাতা অনেক বেশি। অথচ বাংলায় তারা কম ভাড়া পেয়ে থাকেন।
কত টাকা চেয়েছেন বাস মালিকরা?