Chief secretary of West Bengal: বছর শেষেই মেয়াদ শেষ! রাজ‍্যের পরবর্তী মুখ‍্যসচিব কে হতে চলেছেন? জল্পনা তুঙ্গে

Chief secretary of West Bengal: এর আগে ৩০ জুন পর্যন্ত তাঁর পদে থাকার কথা ছিল। কিন্তু তার কেন্দ্র থেকে এসে যায় এক্সটেনশনের সবুজ সংকেত। কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের তরফে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো বার্তায় বলা হয়, মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের মেয়াদ বাড়ানোর জন্য গত ২৮ জুন আবেদন করেছিল রাজ্য সরকার।

Chief secretary of West Bengal: বছর শেষেই মেয়াদ শেষ! রাজ‍্যের পরবর্তী মুখ‍্যসচিব কে হতে চলেছেন? জল্পনা তুঙ্গে
জল্পনা তুঙ্গে Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Dec 31, 2025 | 9:55 AM

কলকাতা: রাজ‍্যের পরবর্তী মুখ‍্যসচিব কে হতে চলেছেন? জল্পনা প্রশাসনের অন্দরে। বর্তমান মুখ‍্যসচিব মনোজ পন্থের এদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে। যদিও তিনি ৬ মাসের এক্সটেনশনে ছিলেন। ভোটের আগে তাঁর আরও ৬ মাসের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে দিল্লিতে ডিওপিটি-তে পাঠানো হয়েছিল। কিন্তু সূত্রের খবর, সেই আবেদনের এখনও কোনও উত্তর এসেছে কি না, তা নিয়ে প্রশাসনরে সকলেই মুখ খুলতে নারাজ। ফলে জল্পনা ক্রমশ তীব্র হয়েছে। 

প্রশাসনিক সূত্রের খবর, যদি মনোজ পন্থের মেয়াদ না বাড়ানো হয, সে ক্ষেত্রে পরের মুখ্যসচিব পদের মেয়াদ তালিকায় রয়েছেন নন্দিনী চক্রবর্তী, বরুণ রায, অত্রি ভট্টাচার্য, এবং প্রভাত মিশ্রের মতো আমলারা। এখন দেখার শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়। 

এর আগে ৩০ জুন পর্যন্ত তাঁর পদে থাকার কথা ছিল। কিন্তু তার কেন্দ্র থেকে এসে যায় এক্সটেনশনের সবুজ সংকেত। কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের তরফে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো বার্তায় বলা হয়, মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের মেয়াদ বাড়ানোর জন্য গত ২৮ জুন আবেদন করেছিল রাজ্য সরকার। তার ভিত্তিতেই তাঁকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিব এক্সটেনশন দেওয়া হল। প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ৩১ অগস্ট ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় মুখ্যসচিবের দায়িত্বে এসেছিলেন মনোজ পন্থ। মুখ্যসচিবের পদে গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্যও কেন্দ্রের কাছে দরবার করেছিল রাজ্য সরকার। কিন্তু কেন্দ্র তাতে সায় দেয়নি। তারপরই পদে আসেন মনোজ পন্থ। এবার কী হয় সেটাই দেখার।