Mamata Banerjee: নয়াদিল্লির ঘটনাকে হৃদয়বিদারক বললেন মমতা, নাগরিকদের সুরক্ষায় পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়েও উস্কে দিলেন প্রশ্ন
Mamata Banerjee: রবিবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, "দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর খবর হৃদয়বিদারক। এই যন্ত্রণাদায়ক ঘটনা দেখিয়ে দিল, নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি।"

কলকাতা: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদপিষ্টের ঘটনাকে হৃদয়বিদারক বললেন। একইসঙ্গে তাঁর বক্তব্য, এই ঘটনা দেখাল, নাগরিকদের সুরক্ষায় পরিকল্পনা কতটা জরুরি।
কুম্ভমেলা যাওয়ার জন্য গতকাল নয়াদিল্লি স্টেশনে প্রচুর যাত্রী জড়ো হয়েছিলেন। তিল ধারণের জায়গা ছিল না। কুম্ভমেলা যাওয়ার দুটি ট্রেন দেরি করায় ভিড় আরও বেড়েছিল। নয়াদিল্লি স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে সেই ভিড়েই পদপিষ্টের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গড়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার রেলমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধীরা।
গতকালের এই দুর্ঘটনা নিয়ে রবিবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, “দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর খবর হৃদয়বিদারক। এই যন্ত্রণাদায়ক ঘটনা দেখিয়ে দিল, নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি।” কুম্ভমেলায় যাওয়া পুণ্যার্থীদের জন্য সুবিধা পর্যাপ্ত থাকা উচিত জানিয়ে তিনি আরও লেখেন, ” যাঁরা মহাকুম্ভে যাচ্ছেন, সেইসব পুণ্যার্থীদের আরও উন্নত পরিষেবা পাওয়া উচিত। এই ধরনের যাত্রা যাতে নিরাপদ ও সুসংহত হয়, তা নিশ্চিত করা দরকার।” মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
রাজনীতির কারবারিরা বলছেন, সরকারি কাউকে আক্রমণ না করলেও রেলের ব্যবস্থাপনায় যে গাফিলতি ছিল, সেদিকে ইঙ্গিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীর্থযাত্রীদের সুরক্ষায় আরও পরিকল্পনার দরকার ছিল বলে মনে করেন তিনি। যাত্রী সুরক্ষায় রেলের পরিকল্পনার অভাব ছিল কি না, সেই প্রশ্ন উস্কে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।





