Asha Workers: এক লাফে ৫ লক্ষ টাকা ভাতা বাড়ল, আশা কর্মী-সহ আর কারা পাবেন সুবিধা?

ASHA workers: বৃহস্পতিবারই স্কুল শিক্ষা দফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক (উচ্চ মাধ্যমিক), আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড-সহ বিভিন্ন স্তরের কর্মীদের অবসরকালীন এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের ঘোষণা করেছে রাজ্য সরকার।

Asha Workers: এক লাফে ৫ লক্ষ টাকা ভাতা বাড়ল, আশা কর্মী-সহ আর কারা পাবেন সুবিধা?
আশাকর্মীদের ভাতা বাড়ল। ফাইল চিত্র। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Jul 04, 2024 | 9:31 PM

কলকাতা: শিশু শিক্ষাকেন্দ্রের আশা কর্মীদের অবসরকালীন সুবিধা বাড়ল। অবসরকালীন ভাতা (এককালীন) বেড়ে ৫ লক্ষ টাকা করা হল। বৃহস্পতিবারই স্কুল শিক্ষা দফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক (উচ্চ মাধ্যমিক), আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড-সহ বিভিন্ন স্তরের কর্মীদের অবসরকালীন এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দফতর এই ভাতাবৃদ্ধির বিষয়ে অনুমোদন দিয়েছে।

গত মার্চ মাসেই আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাসেই আশা কর্মীদের বেতন বেড়ে ৭৫০ টাকা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়েও তাই হয়। আইসিডিএস হেল্পারদের বেতন বেড়ে হয় ৫০০ টাকা।

এতদিন একজন আশাকর্মী পেতেন সাড়ে ৪ হাজার টাকা। এপ্রিল মাস থেকে তা বেড়ে ৫ হাজার ২৫০ টাকা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৮ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ৯ হাজার ৫০ টাকা হয়। আইসিডিএস হেল্পারদের বেতন ৬ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয় ৬ হাজার ৮০০ টাকা। এবার বাড়ল এককালীন অবসর-ভাতা। যাঁরা এতদিন ২ লক্ষ টাকা বা ৩ লক্ষ টাকা করে এককালীন অবসরকালীন ভাতা পেতেন, এবার তাঁরা ৫ লক্ষ টাকা করে পাবেন।

এই খবর নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর। এই বছরের ১ এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ করা হল।’