Calcutta High Court: মুর্শিদাবাদ হিংসায় NIA তদন্ত? বড় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: সাধারণ মানুষকে রক্ষা করা, নিরাপত্তা দেওয়া রাজ্যকে সুনিশ্চিত করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, এখনও পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলায় ২৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Calcutta High Court: মুর্শিদাবাদ হিংসায় NIA তদন্ত? বড় নির্দেশ হাইকোর্টের
মুর্শিদাবাদের হিংসায় এনআইএ তদন্তের দাবি নিয়ে কী বলল হাইকোর্ট?

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 18, 2025 | 9:32 AM

কলকাতা: মুর্শিদাবাদের হিংসার জেরে অনেক পরিবার ঘরছাড়া। আক্রান্তের সম্পত্তি নষ্ট হয়েছে। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে ও আক্রান্তদের সহযোগিতার জন্য তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দেয়। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানিয়েছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও আইনজীবী সংযুক্তা সামন্ত। কিন্তু, ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই মুহূর্তে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।

ওয়াকফ আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের নানা জায়গায় গোলমাল হয়েছে। ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। অনেক পরিবার ঘরছাড়া। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এনআইএ তদন্তের আর্জি জানান প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও সংযুক্তা সামন্ত। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে মামলার শুনানি হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।

মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, এখনও পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলায় ২৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। কল্যাণ তাঁর সওয়ালে বলেন, ৩৮টি পরিবার ঘরছাড়া হয়েছিল। তারা আবার নিজের বাড়ি ফিরে এসেছে। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার পদক্ষেপও করেছে বলে কল্যাণ জানান।

ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের আবেদন নিয়ে বলে, আপাতত এনআইএ তদন্তের নির্দেশ নয়। কারণ, কেন্দ্রের নিজস্ব ক্ষমতা রয়েছে এনআইএ তদন্ত শুরু করার। তারা চাইলে সেই ক্ষমতা প্রয়োগ করতেই পারে।

তবে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগাল সার্ভিসেস অথরিটির একজন করে আধিকারিককে নিয়ে ওই কমিটি গড়া হবে।

মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে ওই কমিটি। যেসব পরিবার বাড়ি ছেড়েছে, তাদের চিহ্নিত করবে। আক্রান্ত সম্পত্তির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে। কতগুলি এফআইআর দায়ের হয়েছে, সেই তথ্য সংগ্রহ করবে। এমনকি, যেসব আক্রান্ত এখনও এফআইআর দায়ের করতে পারেননি, তাঁদের FIR দায়েরে সহায়তা করবে। যাঁরা বাড়িছাড়া হয়েছেন, তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, তা দেখবে ওই কমিটি। পরবর্তী শুনানির আগে এই নিয়ে রিপোর্ট দেবে তারা।

সাধারণ মানুষকে রক্ষা করা, নিরাপত্তা দেওয়া রাজ্যকে সুনিশ্চিত করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল মালদহে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। হাইকোর্ট জানিয়েছে, চাইলে তিনি মালদহে যেতে পারেন। আগামী ২৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।