চাকরি হবে ১২ হাজারের, আজই সন্ধ্যায় SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশের জন্য ২১ তারিখই ছিল এসএসসি-র নির্ধারিত ডেডলাইন। সেই ডেডলাইন মেনেই এদিন তালিকা প্রকাশের পথে কমিশন। মেধা তালিকা ঘিরে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।

চাকরি হবে ১২ হাজারের, আজই সন্ধ্যায় SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে
কী বলল কমিশন?Image Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 21, 2026 | 12:19 PM

কলকাতা: বুধবার সন্ধ্যায় এসএসসি একাদশ দ্বাদশের মেরিট লিস্ট প্রকাশিত হবে। ১৮ হাজার ৫০০ জনের নাম থাকতে পারে এই লিস্টে।  এর মধ‍্যে ১২ হাজারের মতো চাকরি হবে। মেরিট লিস্টে থাকা প্রার্থীরা কাউন্সেলিংয়ে ডাক পাবেন।  কাউন্সেলিংয়ের পরে নির্বাচিতরা নিয়োগ পাবেন।

উল্লেখ্য, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশের জন্য ২১ তারিখই ছিল এসএসসি-র নির্ধারিত ডেডলাইন। সেই ডেডলাইন মেনেই এদিন তালিকা প্রকাশের পথে কমিশন। মেধা তালিকা ঘিরে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। এই নিয়ে আইনি লড়াইও হয়। দীর্ঘ অনিশ্চয়তার পর তাঁরা এদিন কিছু স্পষ্ট আলো দেখবে।

প্রসঙ্গত, ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর কম জলঘোলা হয়নি। সব কাটিয়ে নতুন পরীক্ষা নেওয়া হয়। কিন্তু তাতেও ওঠে একাধিক অভিযোগ। নবম দশমের ক্ষেত্রে দেখা যায়, দাগী হয়েও তাঁদের মেরিট লিস্টে নাম রয়েছে। আবার কাট অফ মার্কসের জেরে সুযোগ না পেয়ে রাস্তায় নামেন নবাগতরাও।  একাদশ দ্বাদশের ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলেন ২০ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী। সেখানে  আবার ১ হাজারের কিছু বেশি নাম দাগী প্রার্থী, ভুল তথ্য দেওয়ার কারণে বাদ গিয়েছে। সাড়ে ১৮ হাজারের তালিকা প্রকাশিত হবে।

এবার চাকরি হবে ১২ হাজারের মতো। প্রথমে তাঁদের কাউন্সিলিং হবে। এরপর মেরিট লিস্টে কয়েকজনের নাম থাকবে, বাকি নাম থাকবে ওয়েটিং লিস্টে। এরপর শুরু হবে সিট ফিল আপ। স্কুলের চয়েসও পাবেন শিক্ষকরা। এরপরই সুপারিশ পত্র ইস্যু করবে এসএসসি। তার ভিত্তিতে নিয়োগ পত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ।

রাজ্য সরকার চায়,  নির্বাচনের আগে নিয়োগ শেষ করতে। সুুপ্রিম কোর্ট ও হাইকোর্টে এই নিয়ে নিয়োগ সংক্রান্ত মামলা চলছে। আদালত ৩১ অগাস্টের মধ্যে নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় শেষ  করার জন্য সরকারকে ডেডলাইন দিয়েছে। যেহেতু আর ক’দিনের মধ্যে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাবে, তাই আগেই নিয়োগ শেষ করতে চাইছে সরকার।