AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail Stations: শ্রীরামপুর, কোন্নগর, শেওড়াফুলি সহ ৪০ স্টেশনের জন্য বড় পদক্ষেপ রেলের

Rail Stations: টিআইবি স্থাপন করলে, ট্রেনের সময়সূচী, প্ল্যাটফর্ম নম্বর, ট্রেন বাতিল হওয়ার তালিকা সহ সব রিয়েল-টাইম তথ্য সহজেই জানতে পারবেন যাত্রীরা।

Rail Stations: শ্রীরামপুর, কোন্নগর, শেওড়াফুলি সহ ৪০ স্টেশনের জন্য বড় পদক্ষেপ রেলের
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 7:52 PM
Share

কলকাতা: সাত সকালে গন্তব্যে পৌঁছতে ট্রেন ধরার দৌড় বিভিন্ন স্টেশনের নিত্যদিনের ছবি। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের স্টেশনগুলিতে প্রতিদিনই নিত্যযাত্রীদের প্রবল ভিড় থাকে। বিশেষত লোকাল ট্রেনে ওঠার ভিড় থাকে বেশি। সেই সব যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নিয়মিত নানা ব্যবস্থা নিচ্ছে রেল। এবার হাওড়া বিভাগের ৪০টি স্টেশনের জন্য নয়া ব্যবস্থা করা হচ্ছে।

৪০ টি স্টেশনে ইনস্টল করা হবে ‘ট্রেন সূচক বোর্ড’ বা ট্রেন ইন্ডিকেশন বোর্ড (TIB)। যাত্রীদের সুবিধার্থে স্টেশনগুলির আধুনিকীকরণ করা হচ্ছে। কোন কোন স্টেশনে এই ব্যবস্থা চালু হচ্ছে, তার তালিকা তৈরি করা হয়েছে ইতিমধ্যেই।

টিআইবি স্থাপন করলে, ট্রেনের সময়সূচী, প্ল্যাটফর্ম নম্বর, ট্রেন বাতিল হওয়ার তালিকা সহ সব রিয়েল-টাইম তথ্য সহজেই জানতে পারবেন যাত্রীরা। যেখানে যাত্রীদের দেখতে সুবিধা হবে, সেখানেই এগুলি স্থাপন করা হবে। ফলে, যাত্রীদের আর কোনও বিষয়ে কোনও বিভ্রান্তি থাকবে না।

যে সব স্টেশনে এই বোর্ড স্থাপন করা হবে সেগুলি হল…

বেলমুড়ি, ডায়েরা, গুরাপ, পল্লা রোড, দাঁইহাত, ধাত্রিগ্রাম, খামারগাচি, পাটুলি, শ্রীরামপুর, ইশাপাড়া, কোন্নগর, শেওড়াফুলি, লিলুয়া, হোগলা, সোমরবাজার, বলাগড়, ডুমুরদহ, কুন্তিঘাট, আরামবাগ, মায়াপুর, বাহিরখণ্ড, সায়ন্তিয়া, বোলপুর, পাকুড়, রামপুরহাট, মধুসূদনপুর, পোড়াবাজার, শিবাইচান্ডি, জনাই ইত্যাদি।