Kolkata Metro: মেট্রোর ব্লু লাইনের জন্য আপডেট, নতুন ট্রেন চালু করার সিদ্ধান্ত বদল

জয় হিন্দ বিমানবন্দর থেকে ট্রেন যাবে নোয়াপাড়া। সেখান থেকেই ঢুকে যাবে ব্লু লাইনে। অর্থাৎ বিমানবন্দর থেকে কালীঘাট, এসপ্লানেড, যেখানে চাইবেন যাত্রীরা যেতে পারবেন, ট্রেন থেকে নামতেও হবে না। এভাবেই পরিকল্পনা করা হয়েছিল।

Kolkata Metro: মেট্রোর ব্লু লাইনের জন্য আপডেট, নতুন ট্রেন চালু করার সিদ্ধান্ত বদল
কলকাতা মেট্রোImage Credit source: Tv9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 08, 2026 | 1:54 AM

কলকাতা: কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে গিয়েছে মেট্রোর মাধ্যমে। একদিকে দক্ষিণেশ্বর থেকে গড়িয়া, অন্যদিকে বিমানবন্দর। ওদিকে আবার গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত চলে মেট্রো। এবার ব্লু লাইনের যাত্রীদের জন্য বিশেষ আপডেট। নতুন রুটে মেট্রো বাড়ানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে পাঁচটি নতুন মেট্রো চালু করার কথা ছিল।

জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি নতুন পাঁচটি মেট্রো চালানোর কথা ছিল। জয় হিন্দ বিমানবন্দর থেকে ট্রেন যাবে নোয়াপাড়া। সেখান থেকেই ঢুকে যাবে ব্লু লাইনে। অর্থাৎ বিমানবন্দর থেকে কালীঘাট, এসপ্লানেড, যেখানে চাইবেন যাত্রীরা যেতে পারবেন, ট্রেন থেকে নামতেও হবে না। এভাবেই পরিকল্পনা করা হয়েছিল।

এভাবেই আগেও পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়।