
লেকটাউন: রাস্তার উপরে রয়েছে একটি হনুমান মন্দির। লেকটাউনের এই মন্দিরে প্রতিনিয়ত নিষ্ঠাভাবে পুজো করা হয়। প্রচুর মানুষ হনুমান মন্দিরে যাতায়াত করেন। পুজো দেন। এবার সেই মন্দিরেই কি না চুরি! সোনা-রূপো নিয়ে চম্পট দিয়েছে তারা। শুধু তাই নয়, এর পাশাপাশি ভগবানের মাথার মুকুটটিও নিয়ে চলে গিয়েছে চোর।
মঙ্গলবার রাতে লেকটাউনের হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। সিসি ক্যামেরায় দেখা যায় চার জন চোরের দলকে। মন্দিরের ভিতরে চুরি করার ছবিও ধরা পড়েছে সিসিটিভিতে (CCTV)-তে। দীর্ঘ সময় ধরে দুষ্কৃতীরা মন্দিরের ভেতরেই ছিল। সোনা, রুপোর গহনা, মুকুট সহ দান পাত্রর সব নিয়ে চম্পট দেয় চারজন চোরের দল।
বুধবার সকালবেলায় খবর দেওয়া হয়েছে লেকটাউন থানায়। ঠিক কত টাকার জিনিস চুরি গিয়েছে তা এখনো হিসেব হয়নি। তবে অনুমান করা যাচ্ছে, চুরি যাওয়া জিনিসের মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকার গহনা। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। তদন্তে লেকটাউন থানার পুলিশ ও ডিটেক্টিভ ডিপার্টমেন্ট এর অফিসাররা।