Election Commission: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাঁরা শুধু দিয়েছেন, তাঁদের ফের ডাকা হবে শুনানিতে: কমিশন

Election Commission: প্রসঙ্গত, বৃহস্পতিবার এসআইআর-এর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ  হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পুড়িয়ে দেওয়া হয় বিডিও অফিস। আসবাব থেকে শুরু করে অফিসের ভিতরের সবকিছু তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুড়ে খাক হয়ে যায় সব। বাঁশ-লাঠি হাতে নিয়ে রাস্তায় নামেন বহু মানুষ।

Election Commission: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাঁরা শুধু দিয়েছেন, তাঁদের ফের ডাকা হবে শুনানিতে: কমিশন
নির্বাচন কমিশনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 16, 2026 | 11:54 PM

কলকাতা: পরিস্থিতি ঠিক হলে ফের শুনানি শুরু হবে চাকুলিয়ায়। নির্বাচন কমিশনের তরফ থেকে তা স্পষ্ট করে দেওয়া হল। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনও আধিকারিক যদি প্রামাণ্য হিসাবে গ্রহণ করেন, তাহলে শাস্তি পাবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাঁরা শুধু দিয়েছেন, এমন ব্যক্তিদের ফের ডাকা হবে শুনানিতে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এসআইআর-এর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ  হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পুড়িয়ে দেওয়া হয় বিডিও অফিস। আসবাব থেকে শুরু করে অফিসের ভিতরের সবকিছু তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুড়ে খাক হয়ে যায় সব। বাঁশ-লাঠি হাতে নিয়ে রাস্তায় নামেন বহু মানুষ।

ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় হাই অ্যালার্ট জারি করা হয়। লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছু়ড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ।  পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্তাও। আইসি-র ওপর হামলা হয় বলে অভিযোগ।  বিক্ষোভকারীদের দাবি, তাঁদের একাধিকবার ডাকা হচ্ছিল এসআইআর শুনানিতে, সেই কারণেই তাঁদের এই বিক্ষোভ। শুধু চাকুলিয়া নয়, বারাসত থেকে বাঁকুড়া- অনেক জায়গাতেই এসআইআর নিয়ে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। এদিন নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, রোলের সময় পুলিশ কমিশনের অধীনে না থাকলেও তাদের নিরাপত্তা দিতে বাধ্য। তিন হাজার মাইক্রো অবসার্ভার যারা নতুন আসছেন তাদের মধ্যে ৩৩০ বাইরের রাজ্য থেকে।