নিউটাউন: ধর্ষণের অভিযোগ উঠল আওয়ামী লিগের তিন নেতার বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে মেঘালয়ের শিলং পুলিশ। রবিবার অভিযুক্তদের নিউটাউন এলাকার ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ। অভিযুক্তদের গতকাল রাতেই শিলং নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, তিনজন গ্রেফতার হলেও দু’জন এখনও পলাতক। তাঁদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। শিলং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আওয়ামী লিগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে গিয়েছিল। সেখানেই ধর্ষণ করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। ঘটনার পর নির্যাতিতা মহিলা শিলং থানায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তিনজন গ্রেফতার হলেও আরও দু’জন পলাতক।
এ বিষয়ে কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে। তবে স্থানীয় সূত্রে এও জানা যাচ্ছে, ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন মূলত সিলেট দু’জন। কিন্তু আওয়ামী লীগের বাকি নেতা ওই একই ফ্ল্যাটে অবস্থান করায় তাঁদের বিরুদ্ধেও পুলিশ একই মামলা রুজু করেছে।