
কলকাতা: কসবার একটি কলেজে গণধর্ষণের অভিযোগ। গোটা ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। শেষবার আরজি কর-কাণ্ডের সাড়া পড়েছিল কলকাতা তথা গোটা দেশে। রাজ্যের অন্যতম সরকারি হাসপাতালে হওয়া পৈশাচিক কাণ্ড যেন নাড়া দিয়েছিল সাধারণের মনে।
এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উঠে এল আরও একটি নির্যাতনের অভিযোগ। ঘটনা, বুধবারের। দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি নামী আইন কলেজে ঘটেছে এই কাণ্ড। এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ তিন জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুই জন আবার ওই কলেজেরই কর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাতটা থেকে ১০টা ৫০-এর মধ্যে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে। এরপর কসবা থানায় আসেন নির্যাতিতা। কলেজেরই দুই কর্মী ও একজন প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। এরপর পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ইতিমধ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার পরেই গ্রেফতার অভিযান চালায় পুলিশ।
উল্লেখ্য, অভিযুক্তদের মধ্যে যিনি একজন প্রাক্তন পড়ুয়া রয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালেই সেই তার ডিগ্রি কোর্স সম্পন্ন হয়। কিন্তু তারপরেও কীভাবে কলেজে অবাধ যাতায়াত রয়েছে তার? সূত্রের খবর, নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, কলেজেরই একটি রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাঁকে। একজন ধর্ষণ করেছে ও বাকিরা সেই কাজে মূল অভিযুক্তকে সহায়তা করেছে।
প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের পরেই শহরের সরকারি প্রতিষ্ঠানগুলিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। আরজি করের রেশ কেটেছে, নিরাপত্তা নিয়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করে্ছিল প্রশাসন। কিন্তু তারপরেই এমন কাণ্ড। যা আবার যেন প্রশ্নের মুখে ঠেলে দিল শাসক শিবিরকে।