কলকাতা: বিশ্বকাপ জ্বরে ফুটছে গোটা দেশ। পুজোর রেশ কাটিয়ে নতুন উন্মদনায় বিশ্বকাপে মন দিয়েছে বাঙালিও। রবিবারই ইডেনে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ তুঙ্গে। এরই মধ্যে দেখা গেল টিকিট বুকিং সংস্থার ওয়েবসাইটে যে গ্যালারির টিকিট সোল্ড আউট, সেই টিকিটই পাওয়া যাচ্ছে অন্যত্র। যা বিশ্বকাপে টিকিট বিতর্কে ফের নতুন মাত্রা করল।
সূত্রের খবর, ইডেন গার্ডেন্সে ভারত-দঃ আফ্রিকা ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ভিন্ন ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট আবার বোর্ড বা আইসিসি নির্ধারিত নয়। দেখে কেউ কেউ ডুপ্লিকেট সাইটে। কিন্তু, রবিবার সকাল পর্যন্ত সেখানে গেলে দেখা যাচ্ছে ‘Available’ রয়েছে টিকিট। কিন্তু, দাম খুবই চড়া। ৯০০, ১৫০০ টাকার দামের টিকিট বিক্রি হচ্ছে ১৩ হাজার টাকা থেকে ৪৪ হাজার টাকায়।
সূত্রের খবর, শুধু ভারত-দঃ আফ্রিকা ম্যাচ নয়, বিশ্বকাপের যে কোনও ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে। কোথা থেকে এল ওয়েবসাইট, কারা চালায়, এসব নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত, টিকিটের কালোবাজারি সম্পর্কে জানতে শনিবার সিএবি কর্তা নরেশ ওঝাকে জিজ্ঞাসাবাদ করেন ময়দান থানার পুলিশ আধিকারিকেরা। ওইদিন তাঁর সঙ্গে ছিলেন সিএবি-র এক আধিকারিক বিশ্বপতি সেন। অন্যদিকে কালোবাজারির অভিযোগে, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের হাতে গ্রেফতারির সংখ্যাটা প্রায় ২০ কাছাকাছি বলে খবর।