AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: পঞ্চায়েতের আগে সাধারণ মানুষের মন বুঝতে বুথে বুথে ঘুরবেন অভিষেক

Abhishek Banerjee: পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে আরও নজর তৃণমূলের। রাজনীতির ময়দানে শাসকের পায়ের তলার মাটি আরও শক্ত করতে পঞ্চায়েত স্তরে অভিযানে নামছেন অভিষেক।

Abhishek Banerjee: পঞ্চায়েতের আগে সাধারণ মানুষের মন বুঝতে বুথে বুথে ঘুরবেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 2:13 AM
Share

কলকাতা: পঞ্চায়েতের (Panchayet Elections 2023) দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, ভোটের দামামা এখন থেকেই বেজে গিয়েছে। গতকাল কলকাতার বৈঠকে বঙ্গ বিজেপির জন্য পঞ্চায়েতের নীল নকশা বানিয়ে দিয়েছেন অমিত শাহ। পিছিয়ে থাকছে না রাজ্যের শাসক শিবিরও। পঞ্চায়েত ভোটের মুখে এবার আরও নিবিড় জনসংযোগের লক্ষ্যে আসরে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও (Abhishek Banerjee)। চলতি মাসের শেষেই শুরু হচ্ছে বিশেষ অভিযান। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে আরও নজর তৃণমূলের। রাজনীতির ময়দানে শাসকের পায়ের তলার মাটি আরও শক্ত করতে পঞ্চায়েত স্তরে অভিযানে নামছেন অভিষেক। কথা বলবেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামের মানুষজনের সঙ্গে। দলীয় সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, পঞ্চায়েতের আগে রাজ্যের একাধিক প্রান্তে বুথে বুথে যেতে পারেন অভিষেক।

পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের অবস্থানের কথা আগেই স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনও জটিলতা চায় না তৃণমূল। এমন অবস্থায় দলের নীচু তলার কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন বুথে যেতে পারেন অভিষেক স্বয়ং। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়েও সরাসরি আমজনতার সঙ্গে কথা বলতে পারেন তিনি। তৃণমূল সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। উল্লেখ্য, পঞ্চায়েতের আগে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক দিক থেকে পিছিয়ে পড়া জেলাগুলিতে সভা করছেন। আর সেই সব সভা থেকে অভিষেক বন্দোপাধ্যায় নিজেই পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের প্রসঙ্গে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

পঞ্চায়েতের আগে এবার আরও নিবিড় জনসংযোগের জন্য রাজ্যজুড়ে চষে বেড়ানোর পরিকল্পনা নিচ্ছেন দলের সেকেন্ড ইন কমান্ড। পঞ্চায়েতের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে জনসংযোগে থাকবেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি চাইছে না তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের অশান্তির জেরেই ২০১৯ সালের লোকসভা ভোটে ফল খারাপ হয়েছিল বলে মত রাজনীতির কারবারিদের। এদিকে অমিত শাহ, বঙ্গ সফরে এসে বিজেপির জন্য ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। এই অবস্থায় পঞ্চায়েতকে অ্যাসিড টেস্ট ধরে বুথে বুথে সংগঠনের হাল হকিকত এখন থেকেই বুঝতে চাইছেন তিনি।

সূত্রের খবর, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই কর্মসূচি শুরু করবেন অভিষেক। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, একাধিক জায়গায় যেমন যাবেন, তেমনই একাধিক বুথে তাঁর তরফের কোনও প্রতিনিধিও থাকতে পারেন। দিদির সুরক্ষা কবচের মাধ্যমে একাধিক রিপোর্ট ইতিমধ্যেই দলের অন্দরে আসতে শুরু করেছে। মানুষ কী চাইছেন, তার আন্দাজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে বলে তৃণমূল সূত্রের খবর। এই অবস্থায় বড় সভা না করে, সাধারণ মানুষের মন বুঝতে বুথে যেতে চলেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।