AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri By-Election: দেব-মিমি-নুসরত-সায়ন্তিকা, ধূপগুড়িতে তৃণমূলের তারকা-প্রচার

Dhupguri: বিজেপি ইতিমধ্যেই তাদের ভোট প্রচারকের তালিকা প্রকাশ করেছে। যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষরা আছেন।

Dhupguri By-Election: দেব-মিমি-নুসরত-সায়ন্তিকা, ধূপগুড়িতে তৃণমূলের তারকা-প্রচার
তৃণমূলের তারকা প্রচার ধূপগুড়িতে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 3:52 PM
Share

কলকাতা: পুজোর আগে আবারও এ রাজ্যে ভোট। অক্টোবরে দুর্গাপুজো। সেপ্টেম্বরেই উপনির্বাচন। ধূপগুড়ির বিজেপি বিধায়কের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। একটি কেন্দ্রে ভোট হলেও কোনওভাবেই এই ভোটকে হালকাভাবে দেখছে না শাসক-বিরোধী উভয়পক্ষই। বিজেপি ইতিমধ্যেই তাদের ভোট প্রচারকের তালিকা প্রকাশ করেছে। যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষরা তো আছেনই। আছে মিঠুন চক্রবর্তীর নামও। সঙ্গে রয়েছেন, আশা লাকরা, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসলদের মতো কেন্দ্রীয় নেতৃত্ব। তালিকায় একগুচ্ছ বিধায়ক-সাংসদেরও নাম রয়েছে। এবার তৃণমূলের প্রচারকের তালিকা প্রকাশ করা হল। সেখানে তৃণমূল সুপ্রিমো, দলের সেকেন্ড-ইন-কমান্ড থেকে রয়েছেন তারকা সাংসদ-বিধায়করা। দেব, মিমি, নুসরত, সায়ন্তিকা, অদিতি মুন্সী, জুন মালিয়া, সোহম বাদ নেই কেউই।

গত ২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হন। সেখানেই উপনির্বাচন হতে চলেছে। সিপিএমের প্রার্থী ভাওয়াইয়া শিল্পী ঈশ্বরচন্দ্র রায়। যিনি প্রায় চার দশক ধরে সিপিএমের সঙ্গে যুক্ত। অন্যদিকে বিজেপির প্রার্থী তাপসী রায়। পুলওয়ামার শহিদ জগন্নাথ রায়ের স্ত্রী তিনি। অন্যদিকে তৃণমূলের মুখ ডক্টর নির্মলচন্দ্র রায়। রাজবংশী সংস্কৃতি নিয়ে কাজ করেন তিনি। প্রার্থী ঘোষণার পরই শুরু হয়েছে প্রচার।

তৃণমূলের তালিকায় ৩৭ জনের নাম রয়েছে। প্রথমেই নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তালিকায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো আদ্যোপান্ত রাজনীতির সঙ্গে যুক্তদের নাম। একইভাবে রয়েছে তারকা-রাজনীতিকদেরও নাম। বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, দেব অধিকারী, মিমি চক্রবর্তী, অদিতি মুন্সী, সায়নী ঘোষ, নুসরত জাহান, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়াদের নামও। এছাড়াও কুণাল ঘোষ, মলয় ঘটক, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, পার্থ ভৌমিক, জ্যোৎস্না মাণ্ডি, বীরবাহা হাঁসদাদের নামও আছে তালিকায়।

বিজেপির প্রচার-তালিকায় সুকান্ত-শুভেন্দু-দিলীপ ছাড়াও আছেন, অমিত মালব্য, নিশীথ প্রামাণিক, জন বার্লা, শান্তনু ঠাকুর, রাহুল সিনহা, মিহির গোস্বামী, দেবশ্রী চৌধুরী, রাজু বিস্তা, অগ্নিমিত্রা পল, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, হিরণ, রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা।