By Election: প্রয়াত বিধায়কের কন্যাকেই প্রার্থী করল তৃণমূল

By Election: মাস কয়েক আগেই প্রয়াত হন নদিয়ার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। সেই কেন্দ্রেই নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

By Election: প্রয়াত বিধায়কের কন্যাকেই প্রার্থী করল তৃণমূল
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 27, 2025 | 3:02 PM

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। তার আগেই রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এবার সেই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল।

মাস কয়েক আগেই প্রয়াত হন নদিয়ার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। সেই কেন্দ্রেই নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার তৃণমূল নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের নাম ঘোষণা করেছে।

সাম্প্রতিককালে তৃণমূলের বেশ কিছু জনসংযোগ কর্মসূচিতে দেখা গিয়েছে আলিফাকে। তাঁর উপরেই ভরসা রেখেছে দল। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ৭০ বছর বয়সে প্রয়াত হন নাসিরুদ্দিন। ২০১১ সালে নাসিরুদ্দিন তৃণমূলের বিধায়ক হয়েছিলেন। ২০১৬ সালে পরাজিত হন তিনি। পরে ২০২১ সালে আবার টিকিট পেয়ে কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরুদ্দিন।

নাসিরুদ্দিনের মেয়ে আলিফা জেলা পরিষদের সদস্য ছিলেন। রাজনীতিতে নতুন নয়, অনেকদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বয়স ৩৮ বছর। কালীগঞ্জ এলাকার জেলা পরিষদের একটি আসনে সদস্য ছিলেন তিনি।

আগামী ১৯ জুন হবে ভোট হবে এই কেন্দ্রে। জানা গিয়েছে, শুধুমাত্র এই আসনের উপ নির্বাচনের জন্য  ১৮-২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।