মানিকতলা: উপ নির্বাচনের দিন মানিকতলা কেন্দ্রে একাধিক অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। ৮০-র বেশি বুথে পুনর্নির্বাচন করার দাবি জানিয়েছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। একাধিক বুথে ভোট করতেই দেওয়া হয়নি বলে দাবি করেছিলেন তিনি। আজ, শনিবার সেই ভোটের ফল প্রকাশের দিন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে বললেন, ‘বাচ্চা ছেলেরা ভুল করেছিল’। সুপ্তির দাবি, সে দিন যা ঘটেছিল, তা সুপ্তির পছন্দ নয়। প্রার্থীকে বাধা দেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।
সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে আইনি জটিলতায় আটকে ছিল মানিকতলার ভোট। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রার্থী হিসেবে তাঁর মেয়ে শ্রেয়াকে নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নেন সুপ্তিকে। রাজনৈতিক মহলের অনুমান, সাধন পাণ্ডেকে নিয়ে যে আবেগ আছে এই এলাকায়, সেটাই সুপ্তিকে অনেকটা এগিয়ে দিতে পারে। তবে ভোটের দিন যে অভিযোগ উঠেছে, তা একেবারে অস্বীকার করলেন না সুপ্তি।
শনিবার যখন গণনা চলছে, তখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুপ্তি পাণ্ডে বলেন, “বাচ্চা ছেলেরা ভুল করেছিল। তাদের বলেছি, তোমরা ঠিক করনি। আমি পছন্দ করি না এসব। প্রার্থীকে বাধা দেবে কেন? বাচ্চা ছেলেরা গো ব্যাক বলেছিল। বকুনি দিয়েছি। কান মুলে দিয়েছি। ২৫ টা ছেলে থাকলে ২ টো তো এমন করবেই। তাদের বকে দিয়ে বোঝাতে হবে।”
তবে ফল প্রকাশের দিনও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অভিযোগ করেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়নি। তিনি দাবি করেন, “৭১টি বুথে মাত্র লোক বসাতে পেরেছে বিজেপি। ৮০ শতাংশ জায়গায় ভোটই হয়নি। বহুতল থেকে বেরতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে।”