TMC: দলের অন্দরের ‘বিদ্রোহ’ ঠেকাতে আজ তৃণমূল ভবনে তলব সুব্রত বক্সির, কাদের ডাকলেন রাজ্য সভাপতি?

Debabrata Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Jan 02, 2024 | 7:40 AM

Trinamool Congress: গত বুধবার মেদিনীপুর শহরে মেদিনীপুর পুরসভার তৃণমূলেরই পুরপ্রধানের বিরুদ্ধে আন্দোলনে বসেছিলেন দলের ১০ জন কাউন্সিলর। তাঁদের দাবি ছিল, মেদিনীপুর পুরসভায় পুরপ্রধান স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। যেভাবে কাজ চালাচ্ছেন তার প্রতিবাদ হওয়া দরকার। এরপরই অবস্থান আন্দোলনে বসেন তাঁরা।

TMC: দলের অন্দরের বিদ্রোহ ঠেকাতে আজ তৃণমূল ভবনে তলব সুব্রত বক্সির, কাদের ডাকলেন রাজ্য সভাপতি?
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: তৃণমূলের অন্দরের ক্ষোভ মেটাতে এবার স্বয়ং রাজ্য সভাপতি ডেকে পাঠিয়েছেন বিক্ষুব্ধদের।  তাও আবার তৃণমূল ভবনে, খবর সূত্রের। মঙ্গলবার কলকাতা তৃণমূল ভবনে ডাক পড়েছে জেলা নেতৃত্বের। মেদিনীপুর শহরের তৃণমূলের সভাপতি-সহ বিক্ষুব্ধ কাউন্সিলরদেরও ডাকা হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর।

গত বুধবার মেদিনীপুর শহরে মেদিনীপুর পুরসভার তৃণমূলেরই পুরপ্রধানের বিরুদ্ধে আন্দোলনে বসেছিলেন দলের ১০ জন কাউন্সিলর। তাঁদের অভিযোগ ছিল, মেদিনীপুর পুরসভায় পুরপ্রধান স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। যেভাবে কাজ চালাচ্ছেন তার প্রতিবাদ হওয়া দরকার। এরপরই অবস্থান আন্দোলনে বসেন তাঁরা। পুরপ্রধানের পদত্যাগের দাবি তুলেছিলেন তাঁরা। তৃণমূলের যে সমস্ত কাউন্সিলররা বিক্ষোভ অবস্থানে বসেছেন তাদের মধ্যে অন্যতম মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব।

যতক্ষণ না পদত্যাগ করবেন পুরপ্রধান, ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেবন। যদিও সূত্রের খবর, ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আন্দোলন চলার পরই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ফোন পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনকারী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। আর এরপরই মঙ্গলবার তৃণমূল ভবনে যাচ্ছে বিক্ষুব্ধ কাউন্সিলর দল, জানান বিশ্বনাথ পাণ্ডব।

পাশাপাশি হাজির থাকার কথা তৃণমূলের জেলা সভাপতি-সহ জেলা নেতৃত্বের। তবে পুরপ্রধান-সহ পুরপ্রধান অনুগামী কাউন্সিলরদের তৃণমূল ভবনে ডাকা হয়নি বলেই জানিয়েছেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। এখন দেখার, তৃণমূল ভবনে বৈঠকের পরে গোষ্ঠীকোন্দল মেটাতে ঠিক কী নির্দেশ আসে রাজ্য তৃণমূলের তরফ থেকে।

Next Article