কলকাতা: সৌগতর থেকে ‘দূরত্ব বজায়’ তৃণমূলের। সম্প্রতি, অপারেশন সিঁদুর নিয়ে সাংসদের করা মন্তব্য থেকে দায় ঝেড়ে ফেলল দল। জানিয়ে দিল, এটা তাঁর ব্যক্তিগত মতামত। শুক্রবার তৃণমূল কংগ্রেস তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়েছে, ‘আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি, সাংসদ সৌগত রায়ের করা মন্তব্য, কোনও ভাবে দলের মতামত নয়।’
Let us emphatically state that the statement made by Prof Saugata Roy, MP, is not the opinion of the All India Trinamool Congress
— All India Trinamool Congress (@AITCofficial) May 15, 2025
কিন্তু কী এমন বলেছিলেন সৌগত?
অপারেশন সিঁদুর নিয়ে একটু ভিন্ন মত শোনা গিয়েছিল তাঁর মুখে। টিভি৯ বাংলাকে তিনি জানিয়েছিলেন, ‘ভারত-পাকিস্তানের সংঘর্ষ যেভাবে শেষ হল, তা ভারতের জন্য লজ্জার। এরকম ভাবে ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি।’ তাঁর সংযোজন, ‘পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভারত সফল হয়নি। আর এই সিঁদুর-টিঁদুর হল মাসি সেন্টিমেন্ট। চটচটে আবেগ।’
এছাড়াও অপারেশন সিঁদুর নানা জায়গায় নানা মন্তব্য ছড়িয়ে বেরিয়েছেন তিনি। যখন দলের অন্য সাংসদরা সিঁদুরকে ‘সাফল্যের’ ছবি হিসাবে দেখেছেন, সেই মুহূর্তে সৌগতর দাবি, ‘কোনও যুদ্ধই হয়নি। গোটা ব্যাপারটাই হাস্যকর। ড্রোন এদিক ওদিক করেছে। দু-একটা মিসাইল এদিক ওদিক পড়েছে।’
তৃণমূল সাংসদের ‘বাড়াবাড়ি’ দেখে কিন্তু ক্ষেপে যায় রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সৌগতর ‘চটচটে’ মন্তব্যকে হাতিয়ার করে প্রতিবাদে নামে রাজ্য বিজেপি। মুরলিধর সেন এলাকা থেকে চলে বিক্ষোভ মিছিল। পরিস্থিতির রাজনৈতিক গুরুত্ব বুঝে এবার সৌগতর পাশ থেকে সরে গেল তৃণমূলও।
কলকাতা: সৌগতর থেকে ‘দূরত্ব বজায়’ তৃণমূলের। সম্প্রতি, অপারেশন সিঁদুর নিয়ে সাংসদের করা মন্তব্য থেকে দায় ঝেড়ে ফেলল দল। জানিয়ে দিল, এটা তাঁর ব্যক্তিগত মতামত। শুক্রবার তৃণমূল কংগ্রেস তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়েছে, ‘আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি, সাংসদ সৌগত রায়ের করা মন্তব্য, কোনও ভাবে দলের মতামত নয়।’
Let us emphatically state that the statement made by Prof Saugata Roy, MP, is not the opinion of the All India Trinamool Congress
— All India Trinamool Congress (@AITCofficial) May 15, 2025
কিন্তু কী এমন বলেছিলেন সৌগত?
অপারেশন সিঁদুর নিয়ে একটু ভিন্ন মত শোনা গিয়েছিল তাঁর মুখে। টিভি৯ বাংলাকে তিনি জানিয়েছিলেন, ‘ভারত-পাকিস্তানের সংঘর্ষ যেভাবে শেষ হল, তা ভারতের জন্য লজ্জার। এরকম ভাবে ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি।’ তাঁর সংযোজন, ‘পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভারত সফল হয়নি। আর এই সিঁদুর-টিঁদুর হল মাসি সেন্টিমেন্ট। চটচটে আবেগ।’
এছাড়াও অপারেশন সিঁদুর নানা জায়গায় নানা মন্তব্য ছড়িয়ে বেরিয়েছেন তিনি। যখন দলের অন্য সাংসদরা সিঁদুরকে ‘সাফল্যের’ ছবি হিসাবে দেখেছেন, সেই মুহূর্তে সৌগতর দাবি, ‘কোনও যুদ্ধই হয়নি। গোটা ব্যাপারটাই হাস্যকর। ড্রোন এদিক ওদিক করেছে। দু-একটা মিসাইল এদিক ওদিক পড়েছে।’
তৃণমূল সাংসদের ‘বাড়াবাড়ি’ দেখে কিন্তু ক্ষেপে যায় রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সৌগতর ‘চটচটে’ মন্তব্যকে হাতিয়ার করে প্রতিবাদে নামে রাজ্য বিজেপি। মুরলিধর সেন এলাকা থেকে চলে বিক্ষোভ মিছিল। পরিস্থিতির রাজনৈতিক গুরুত্ব বুঝে এবার সৌগতর পাশ থেকে সরে গেল তৃণমূলও।