
কলকাতা: সাতসকালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। কালীপুজোর সকালে বিধান নগর আইএনটিইউসি প্রেসিডেন্ট নির্মল দত্তের ওপরে গুলি চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় প্রাক্তন বিধায়ককে উদ্ধার করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
বিধান নগর ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। তিনি বিধাননগর আইএনটিইউসি প্রেসিডেন্টও। এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি দত্তাবাদের ওয়ার্ড অফিসে এসেছিলেন কাজের তদারকি করতে। সেই সময়ে একজন গেঞ্জি পরিহিত যুবক আসে এবং তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরপর দুটি গুলি ছোড়ে, কিন্তু দুটি গুলিই লক্ষ্য়ভ্রষ্ট হয়। এরপর প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত ওই দুষ্কৃতীকে জাপটে ধরেন। ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এরপর দুষ্কৃতী বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে এবং মাথা ফাটিয়ে দেয়।
দক্ষিণ বিধাননগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
নির্মল দত্ত বলেন, “৭টা ২০ মিনিট নাগাদ আমি বাইপাসে আসি কাজের তদারকি করতে। হঠাৎ গোলাপি রঙের জামা, মুখে মাস্ক পরা এক যুবক বন্দুক বের করে, প্রথম দুটো গুলি লাগেনি। তৃতীয়বার গুলি করার চেষ্টা করলে, তখন আমি ধরে ফেলি। আমার মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে। পাড়ার লোকজন সেই সময় বেরিয়ে আসতেই বেঙ্গল কেমিক্যালসের রাস্তা দিয়ে পালিয়ে যায়। ওখানে সিসিটিভি আছে। বিধাননগর পুলিশ সঙ্গে সঙ্গেই আসে।”
অভিযুক্তকে তিনি চিনতে পেরেছেন কি না, এই প্রশ্নের উত্তরে প্রাক্তন কাউন্সিলর বলেন, “মুখে মাস্ক পরা ছিল, তাই চিনতে পারিনি, তবে ওর চোখ-মুখ আমার চোখে ভাসছে এখনও। ৮-৯ মাস আগেও এমন হামলা হয়েছিল। যারা দুষ্কৃতী তাদের কোনও জাত নেই। আমি কাউকে সন্দেহ করছি না। আমি কাজ করি, তাই হামলা করছে। আজ দত্তাবাদের যে পরিবর্তন করা হয়েছে, আগে মদ-গাজার ঠেক বসত, এখন রাস্তাঘাট, আলো, জলের ব্যবস্থা করা হয়েছে।”