কলকাতা: গান্ধী জয়ন্তীতে দিল্লিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের সুর আরও চড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়েরই দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে থাকার কথা রয়েছে। রাজধানীর বুকে ও বাংলার মাটিতে দু’জায়গাতেই একইসঙ্গে সমান্তরালভাবে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে চাইছে ঘাসফুল শিবির। সেই মতো ব্লু প্রিন্টও তৈরি হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ১ অক্টোবরই দলের সব সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের দিল্লিতে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরপর ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে রাজঘাটে থাকবেন মমতা ও অভিষেক উভয়েই। রাজঘাটে শ্রদ্ধা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির মধ্য দিয়েই তৃণমূলের ধরনা ও অবস্থান কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে কলকাতাতেও গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ধরনা চলবে বলে জানা যাচ্ছে। রাজ্যেও প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে গান্ধীজির ছবিতে শ্রদ্ধা জানানো হবে। সেখানেই একটি স্ক্রিনে দিল্লির কর্মসূচি দেখানোর বন্দোবস্ত করা হচ্ছে। বাংলার মানুষের, গ্রামাঞ্চলের মানুষের আটকে থাকা টাকার দাবিতে দিল্লিতে মমতাদের প্রতিবাদ দেখানো হবে প্রতিটি পঞ্চায়েত অফিসের সামনে বসানো স্ক্রিনে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচিতে দিল্লির সঙ্গে জুড়ে রাখা হচ্ছে বাংলাকেও।
৩ অক্টোবর দিল্লির যন্তরমন্তর থেকে কৃষিভবন পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে তৃণমূল নেতৃত্বের। পদযাত্রা শুরুর আগে একপ্রস্থ অবস্থান বিক্ষোভও চলবে। ৩ তারিখের পদযাত্রাতেও দলনেত্রীর সঙ্গে থাকবেন তৃণমূলের সাংসদ, বিধায়করা। এর পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি ও কিছু কাউন্সিলরেরও থাকার কথা রয়েছে।