AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ফিরহাদের কণ্ঠে ‘শিশু তৃণমূল’, কেন বললেন মন্ত্রীমশাই?

Firhad Hakim: বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ফিরহাদ হাকিম। সেই ছবিতে দেখা যায়, ফিরহাদের একদিকে এক যুবক দাঁড়িয়ে। অন্যপাশে এক যুবতী। আর যুবকের কোলে একটি শিশু। সেই পোস্টেই শিশু তৃণমূলের কথা উল্লেখ করেন ফিরহাদ।

Firhad Hakim: ফিরহাদের কণ্ঠে 'শিশু তৃণমূল', কেন বললেন মন্ত্রীমশাই?
ফিরহাদ হাকিমImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 29, 2025 | 7:08 PM
Share

সুমন মহাপাত্র

কলকাতা: তিনি রাজ্যের শাসকদলের প্রথমসারির নেতা। রাজ্যের মন্ত্রী। কলকাতার মেয়র। সেই ফিরহাদ হাকিমের কণ্ঠে এবার শিশু তৃণমূলের কথা। হঠাৎ কেন শিশু তৃণমূলের কথা বললেন মন্ত্রীমশাই? কার উদ্দেশে বললেন? কেন বলেছেন, কার উদ্দেশে বলেছেন, তা অবশ্য নিজেই খোলসা করেছেন কলকাতার মেয়র।

বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ফিরহাদ হাকিম। সেই ছবিতে দেখা যায়, ফিরহাদের একদিকে এক যুবক দাঁড়িয়ে। অন্যপাশে এক যুবতী। আর যুবকের কোলে একটি শিশু। সেই পোস্টেই শিশু তৃণমূলের কথা উল্লেখ করেন ফিরহাদ।

কী লিখেছেন ফিরহাদ? তিনি লেখেন, “আমার বাড়িতে এল শিশু তৃণমূল, ছোট্ট শেহরেয়ার। ওর বাবা শাফিকুল ইসলাম, ওল্ড মালদহর ভাইস চেয়ারম্যান, তৃণমূলের সক্রিয় কর্মী। এবং মা রোমানা আখতার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি।”

ফিরহাদের এই পোস্ট নিয়ে জানতে শাফিকুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ববিদা (ফিরহাদ হাকিম) আমার অভিভাবক। আমার বাড়িতে একটি অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে স্ত্রী ও পুত্রকে নিয়ে তাঁর বাড়িতে গিয়েছিলাম। ওখানে দাঁড়িয়েই তিনি আমার ছেলেকে শিশু তৃণমূল বলেন। ববিদা বলেন, বাবাও তৃণমূল। মা-ও তৃণমূল। আর ও আমাদের শিশু তৃণমূলের নেতা।”

পুরনো মালদহ পুরসভার ভাইস চেয়ারম্যান শাফিকুল প্রথম থেকেই তৃণমূল করেন। মালদহে তিনি ফিরহাদ-ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত। তাঁর স্ত্রীও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। ফিরহাদ হাকিমের প্রশংসা শাফিকুল বললেন, “ববিদা আমাকে ভালবাসেন।”