Recruitment Scam: ১ স্টার দেওয়ায় রেগে গিয়েছিলেন তরুণজ্যোতি, সুপ্রিম রায়ের পর স্ক্রিনশট তুলে খোঁচা কুণালের

Recruitment Scam: কুণালের দাবি, ইন্টারনেটে রেটিং কম দেওয়ায় কড়া আক্রমণের মুখে পড়েছিলেন এক মহিলা। তারই স্ক্রিনশট পোস্ট করে দিয়েছেন খোঁচা।

Recruitment Scam: ১ স্টার দেওয়ায় রেগে গিয়েছিলেন তরুণজ্যোতি, সুপ্রিম রায়ের পর স্ক্রিনশট তুলে খোঁচা কুণালের
তরুণজ্যোতিকে আক্রমণ কুণালেরImage Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 07, 2023 | 7:32 PM

কলকাতা: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে যে টানাপোড়েন চলছিল তা আপাতত ‘শেষ’। চাকরি বাঁচাতে ৩২ হাজার শিক্ষককে যে ফের ইন্টারভিউ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অভিযোগ, ২০১৬ সালে প্রাথমিকে যে নিয়োগ হয়েছিল সেখানে বহু চাকরি প্রার্থী অ্যাপ্টিটিউড টেস্ট ছাড়া চাকরি পেয়ে গিয়েছিলেন। এই অভিযোগ সামনে রেখেই মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলাকারীদের হয়ে লড়ছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি। সুপ্রিম কোর্টের নয়া নির্দেশের পর এবার সেই তরুণজ্যোতিকে খোঁচা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পোস্ট করলেন স্ক্রিনশট। 

কুণালের দাবি, ইন্টারনেটে রেটিং কম দেওয়ায় কড়া আক্রমণের মুখে পড়েছিলেন এক মহিলা। তারই স্ক্রিনশট পোস্ট করে দেগেছেন তোপ। যদিও এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। টুইটারে কুণাল লিখেছেন, “যখন ৩২০০০ হাজার শিক্ষক-শিক্ষিকা হাইকোর্টের এক বিচারপতির রায়ে অসহায়, তখন তাঁদের মধ্যে একজন শিক্ষিকা আইনজীবী জনৈক তরুণজ্যোতি তিওয়ারির রেটিং কম দেওয়ায় সেই তিওয়ারি যা লিখেছিল, সেটা পোস্ট করলাম।”

কী বলছেন তরুণজ্যোতি? 

ওই পোস্টে দেখা যাচ্ছে অর্পিতা সাহা নামে এক মহিলার রেটিংয়ের নীচে তরুণজ্যোতি তিওয়ারি লিখছেন, “আপনি কি আমাকে আদৌও চেনেন? আপনি কি কখনও আমাকে আমার চেম্বারে এসেছেন? ম্যাডাম আপনার রিভিউ কে চেয়েছে? ইন্টারভিউ ও অ্য়াপ্টিটিউড টেস্টের জন্য তৈরি হন। মানিক ভট্টাচার্য আপানাকে বাঁচাতে পারবে না। তৃণমূল কিছুই করতে পারবে না।” তবে এ পোস্টের পর কুণালের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তরুণজ্যোতি। বলছেন, “কুণাল ঘোষ সাড়ে তিন বছরের জেল খাটা আসামি। উনি যখন জেলে ছিলেন তখন আত্মহত্যা করার চেষ্টা করেছেন। মাথাটা একটু খারাপও হয়ে গিয়েছে।”

এরপরই রিভিউ প্রসঙ্গ ওঠায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “হঠাৎ করে কোনও কারণ ছাড়া কেউ গুগলে এসে রিভিউ কেন দেবে? আপনার কোনও ক্লায়েন্ট বা আপনার সার্ভিস নিয়েছে এরকম কেউ দিতে পারে। কিন্তু, একজন এসে হঠাৎ নেগেটিভ রিভিউ দিতে শুরু করায় ওনাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। সেদিনও ওনাকে বলেছিলাম তৃণমূল বাঁচাতে পারবে না। আজও বলছি যাঁরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাঁদের তৃণমূল বাঁচাতে পারবে না। সুপ্রিম কোর্ট মামলাটা হাইকোর্টে শোনার জন্য পাঠিয়েছে। একটু টাইম হয়ত লাগছে। কিন্তু, শেষ পর্যন্ত রায়টা একই থাকবে।”