কলকাতা: নিয়োগ দুর্নীতির পাল্টা নিয়োগ দুর্নীতি! কেলেঙ্কারির অভিযোগে কোণঠাসা তৃণমূল দাবি করতে শুরু করেছে, দুর্নীতি হয়েছে বাম আমলেও। ফাঁস করা হবে সে সব গত কয়েকদিন ধরে খোদ মুখ্যমন্ত্রী থেকে শাসক দলের নেতাদের মুখে এই বার্তাই শোনা যাচ্ছে। আর এবার প্রায় ৩০ বছরের পুরনো ঘটনা নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Bose) সরাসরি কাঠগড়ায় তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একদিকে যখন বিমান বসু প্রশ্ন তুলেছেন, বামেদের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তুলতে কেন ১২ বছর অপেক্ষা করতে হল, তখন কুণালের পাল্টা প্রশ্ন, ‘কোথায় গেলে মণীষা মুখোপাধ্যায়?’
বৃহস্পতিবার আদালত চত্বরে সুজন চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বাম নেতাদের আত্মীয়রা সরকারি চাকরি পেতেন বেআইনিভাবে। খোদ বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এরপরই বিমান বসু প্রশ্ন তুলেছেন, এতদিন পর হঠাৎ কেন এসব অভিযোগ আনা হচ্ছে? তিনি বলেন, ‘‘বাম আমলে যা যা ত্রুটি হয়েছে, তা উদঘাটন করার জন্য বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। এই প্রত্যাশা আমিও করি। তদন্ত করলেই হল। ধোঁয়াশা তৈরি করে লাভ কী আছে?’
এ ব্যাপারে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোথায় গেলে মণীষা মুখোপাধ্যায়? বিমান বাবু শ্রদ্ধেয় নেতা। আমি কোনও কুরুচিকর বিতর্ক যেতে চাই না। ১২ বছর লাগল একটাই কারণে, তৃণমূল ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি করতে চায় না বলেই।’ কুণালের প্রশ্ন, বিমান বাবু মণীষা মুখোপাধ্যায়কে চিনতেন না? বার্ধ্যকে এমন কোনও তরজায় জড়াবেন না, যাতে যৌবনের কীর্তি উঠে আসে। বাম আমলেও চাকরি নিয়ে অনেক মামলা হয়েছে বলে দাবি করেছেন কুণাল।
তবে বামেদের দাবি, মণীষা মুখোপাধ্যায় সম্পর্কে জানতে হলে সরকার তদন্ত করতে পারে। সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘প্রয়োজনে কমিশন বসিয়ে জানার চেষ্টা করুন।’