TMC: চূড়ান্ত নাটক! মুখ খুলতেই কমিটির শেষে জায়গা পেলেন তারক, দেবাশিস বললেন, ‘কে বলছে ওঁর নাম নেই?’

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 21, 2024 | 7:05 AM

Trinamool Congress: বুধবার কার্যত দেবাশিস কোনও ভাবেই মানতে চাইলেন না আগের 'ভুল'। তিনি পরিষ্কার জানালেন নাম ছিলই। তবে কেন বাদ দিয়েছিলেন সেটাও কোনও উত্তর দিতে চাইলেন না। শুধু বারে বারে জানালেন, "লিস্টে তারক সিংয়ের নাম রয়েছে।"

TMC: চূড়ান্ত নাটক! মুখ খুলতেই কমিটির শেষে জায়গা পেলেন তারক, দেবাশিস বললেন, কে বলছে ওঁর নাম নেই?
দেবাশিস কুমার ও তারক সিং
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: দক্ষিণ লোকসভা নির্বাচন কমিটি থেকে নাম বাদ পড়েছিল কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং-য়ের। অন্তত তেমনটা দাবি করেছিলেন তিনি। এ প্রসঙ্গে সরবও হতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তারপরই কার্যত চোখে পড়ল ভিন্ন ছবি। মঙ্গলবার রাত্রিবেলা যে তালিকায় তারক সিং-এর নাম দেখতে পাওয়া যায়নি, বুধবার আবার সেই তালিকারই একদম শেষ দেখা গেল রয়েছে তারকবাবুর নাম। তাহলে কি ক্ষোভের কথা কানে আসতেই তড়িঘড়ি ১৩ নম্বরে ঢুকিয়ে দেওয়া হয়েছে পুরসভার মেয়র পরিষদের নাম? প্রশ্ন উঠতেই দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার দাবি করলেন, নাম তো ছিলই। কে বলেছে নেই?

তালিকার শেষে নাম তারক সিংয়ের

বুধবার কার্যত দেবাশিস কোনও ভাবেই মানতে চাইলেন না আগের ‘ভুল’। তিনি পরিষ্কার জানালেন নাম ছিলই। তবে কেন বাদ দিয়েছিলেন সেটাও কোনও উত্তর দিতে চাইলেন না। শুধু বারে বারে জানালেন, “লিস্টে তারক সিংয়ের নাম রয়েছে।” এ দিকে, তালিকায় নাম ঢোকানো হয়েছে বিষয়টি জানতে পেরে তারক সিং করে বসলেন ফের মন্তব্য। জানালেন, তাঁকে কারোর কাছ থেকে সম্মান আদায় করে নিতে হবে না। তিনি যা কাজ করে এমনিই মানুষ সম্মান করেন। তাই কে নাম ঢোকাল বা বাদ দিল সেই বিষয়ে জানার দরকার নেই জানার তাঁর।

অপরদিকে, কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় বিষয়টিকে লঘু করে দিয়ে বললেন, “অনেক কমিটি তৈরি হবে। যাঁদের যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের নাম ঢোকানো হবে নিশ্চয়ই। আর তারক সিং তার নাম তালিকায় ছিল না বলে তিনি কাজ করবেন না এটা কখনো হয় না। ওনার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। আমার নির্বাচনে তারক গুরুত্ব দিয়ে কাজ করবে সেই বিষয়ে আমি নিশ্চিত।”

দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী মালা রায়। জোর কদমে চলছে তাঁর প্রচার। এরই মধ্যে তারক সিং দাবি করেছিলেন কলকাতা দক্ষিণ লোকসভা নির্বাচন কমিটি থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন,”আমি হয়তো যোগ্য নই। যাঁদের নাম দেওয়া হয়েছে, তাঁরা আমার থেকে অনেক বেশি যোগ্য মনে হয়। আমি হয়তো কাজ করতে পারিনি। আমি মেয়র পারিষদ হই অনেকেই চায়নি। কিন্তু আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এখন দলে নেতারা অনেক কিছু করছেন। আমাকে তারা যোগ্য মনে করেননি। তাই নাম রাখেননি।” এরপরই তৈরি হয় চূড়ান্ত নাটক। হঠাৎ দেখা যায় তালিকার ১৩ নম্বরে রয়েছে তারকবাবুর নাম। তাহলে কি নতুন তালিকা তৈরি করা হয়েছিল? এ বিষয়ে যদিও মুখে কুলুপই এঁটে রাখলেন দেবাশিস

Next Article