কলকাতা: কলকাতার রাজপথে সোমবার ‘সংহতি যাত্রা’য় পা মেলালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির, গুরুদ্বার, গির্জা, মসজিদ স্পর্শ করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে ‘সংহতি যাত্রা’ শেষ হল পার্ক সার্কাসে। সেখানে বক্তব্য রাখার সময় তৃণমূল সুপ্রিমোর মুখে উঠে এল বাবরি মসজিদ ভাঙার সময়ের কথা। বললেন, ‘তখন রাস্তায় কেউ ছিল না। আমি একা বেরিয়েছিলাম। জ্যোতি বসুর কাছে গিয়েছিলাম। বলেছিলাম, কোনও প্রয়োজন থাকলে বলুন।’ তৃণমূল নেত্রী জানালেন, সেদিন পাম এভিনিউ, পার্ক সার্কাস-সহ শহরের বিভিন্ন জায়গা ‘জ্বলছিল’। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও তিনি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন বলে জানালেন মমতা।
তৃণমূল সুপ্রিমো এদিন সংহতি যাত্রা শেষে সেই সময়ের কথা মনে করিয়ে বললেন, “তখনও আমি সাহস হারাইনি। আমি রাতভর পাহারা দিয়েছি। একদিন শুধু দেখেছি, মাদার টেরেসা লোরেটো ডে হাউজে ছিলেন। সেদিন তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল।”
সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, তখন সাংবাদিক বৈঠকে বসেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে গিয়ে সেই সময় মমতার ‘প্রয়োজন থাকলে জানানোর’কথা বলার প্রসঙ্গ নিয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিলেন সেলিমও। যে সময়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সেই সময় সেলিম ছিলেন বাম যুব নেতা। সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, ‘সব চেয়ে বড় মিথ্যে কথা। উনি একজন মিথ্যুক, তা প্রমাণ করেছেন। তখন তিনি গেলেন, কেন কোনও খবরের কাগজে তা এল না? বরং যখন দাঙ্গাবাজদের ধরা হয়েছিল, তখন তিনি থানায় গিয়েছিলেন। তাঁর অনুগামীরা পোস্টার লাগিয়েছিলেন, যাতে ছাড়া হয়।’