কলকাতা: শহরের রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার কনভয়। একটি হলুদ ট্যাক্সিকে ধাক্কা মারার ঘটনার জেরে ওই ট্যাক্সি চালক আহত হন বলে খবর। সংঘর্ষের জেরে মন্ত্রীর কনভয়ে থাকা দুই পুলিশকর্মীও আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে সূত্র মারফৎ।
মন্ত্রীর গাড়ি রাজাবাজার থেকে মানিকতলার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। একই সময় মানিকতলার দিক থেকে রাজাবাজারের দিকে ট্যাক্সিটি যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুর তখন আড়াইটা বাজে। মন্ত্রীর গাড়ি ইউ-টার্ন নিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।
ব্যস্ততম রাজপথ দিয়ে যাওয়ার সময়ই একটি হলুদ ট্যাক্সিকে সজোরে ধাক্কা মারে বেচারাম মান্নার কনভয়ের পাইলট কারটি। ধাক্কাটি এতটাই জোরে ছিল যে ট্যাক্সির ডানদিকের সামনে অংশটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, ট্যাক্সি চালকের মাথায় ও হাঁটুতে চোট লেগেছে।
একইভাবে, মন্ত্রীর কনভয়ে থাকা গাড়ির সামনের অংশও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িতে থাকা দুই পুলিশকর্মীর একজনের মাথায়, ও অপরজনের হাঁটুতে আঘাত রয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ট্যাক্সিটিই হয়তো বেচারাম মান্নার কনভয়ে ধাক্কা মেরেছে। কিন্তু পরবর্তী সময় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, ট্যাক্সিটি সোজা রাস্তা ধরেই আসছিল। কিন্তু মন্ত্রীর কনভয় ইউটার্ন মারতে গিয়েই ওই ট্যাক্সিতে ধাক্কা মারে।
মন্ত্রী নিজে অবশ্য সুরক্ষিত রয়েছেন। তাঁর কোনও শারীরিক সমস্যা হয়নি। কিন্তু বেচারাম পালটা দাবি করেছেন, ট্যাক্সিটি অতিরিক্ত গতিবেগে আসছিল। যে কারণে এই দুর্ঘটনা ঘটে।