কলকাতা: ছুটি চাইলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী। বুধবার বিধানসভায় চিঠি দিয়ে জানালেন তাঁকে চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। যদিও কতদিনের জন্য এই বিশ্রাম নিতে হবে, বিধায়ক তাঁর চিঠিতে তা কিছু জানাননি। তবে বিধায়কের এই আবেদন মঞ্জুর করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সীর স্বামী বিধাননগর পুরনিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে বাড়িতে হানা দেয় সিবিআই। তল্লাশি চলে অদিতি মুন্সীর স্টুডিয়োর ঠিকানায়ও। এরইমধ্যে এদিন আবার অদিতি মুন্সীর দেওয়া চিঠির বিষয়টিও প্রকাশ্যে আসে।
সাধারণত অধিবেশন চলাকালীন বেশি দিন কোনও কারণে কোনও বিধায়ক উপস্থিত না থাকলে ছুটির জন্য আবেদন করেন বিধায়করা। সেখানে তারিখের উল্লেখ থাকে। অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ অবধি ছুটি তা লিখে দিতে হয়। তবে অদিতির এদিনের আবেদনে সেই তারিখের কোনও উল্লেখ ছিল না বলেই জানা গিয়েছে।
কিছুদিন আগেই গলার সমস্যায় ভুগছিলেন অদিতি। বেশ কিছুদিন অনুষ্ঠানও বন্ধ রেখেছিলেন। তবে গত বুধবারই এক সাক্ষাৎকারে টিভিনাইন বাংলাকে বিধায়ক-সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী বলেন, “গলাটা একটু একটু চোকড হচ্ছিল। ডাক্তারের নির্দেশমতো পুরো চার দিন কথা বন্ধ রেখেছিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম কখন স্বরটা ফিরে পাব। সে সময় হঠাৎ করেই আমার মৃত্যু সংবাদ রটে যায়। এমনকি এও রটে আমি আর গান করব না। ধন্যবাদ জানাই তাঁদের, যারা আমার পাশে ছিলেন।” সে সময় জানা যায় ১ ডিসেম্বর থেকে টানা অনুষ্ঠান করবেন তিনি। অসুস্থতার জন্য যেসব শো বাতিল করেছিলেন, সেখানেও যাবেন তিনি। এসবের মধ্যেই চিঠি গেল বিধানসভায়, কিছুদিন বিশ্রাম চাইলেন অদিতি।