
কলকাতা: এবার বিধানসভার অন্দরেই রাজ্যের মৎস্যমন্ত্রীকে অপদার্থ বললেন রতুয়ার তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, মন্ত্রী জানেনই না রাজ্যে কতগুলি মৎস্য সমবায় আছে। আর কতগুলি সমবায় বন্ধ রয়েছে সেটাও জানেন না। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মন্ত্রীকে অপদার্থ বলে ঠিক করেননি।
বৃহস্পতিবার সমর মুখোপাধ্যায় অভিযোগ করেন, “মন্ত্রী জানেন না রাজ্যে কতগুলি ফিসারিজ সমবায় রয়েছে। শুধু তাই নয় সমবায় গুলি বন্ধ হয়ে পড়ে আছে।” এরপর মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই অভিযোগের জবাব দিয়ে বলেন, “রাজ্যে মোট ৮৭৫ টা মৎস্য সমবায় রয়েছে। হতেই পারে এর মধ্যে কয়েকটা বন্ধ হয়ে রয়েছে, কিন্তু সবগুলি বন্ধ হয়ে রয়েছে এই তথ্য সঠিক নয়।”
এরপর মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, সমর মুখোপাধ্যায় ক্ষমা চেয়েছেন কি না ? উত্তরে মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, “উনি অধিবেশনের বিরতির সময় আমার কাছে এসে ব্যক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করেছেন।” যদিও পরে আলাদাভাবে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে তলব করা হয় রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে। পরিষদীয় মন্ত্রীকে সমর মুখোপাধ্যায় বলেন, “অপদার্থ মুখ ফস্কে বলে ফেলেছি।”