Madan Mitra: ‘লিভ ইন করব, কিন্তু বাচ্চার বাপের নাম দেব না’, কেন বললেন?

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Sep 20, 2023 | 6:05 PM

TMC MLA Madan Mitra: বিধানসভার বাইরে দাঁড়িয়ে বৃহস্পতিবার 'লিভ ইন' এর মানে বোঝালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। কিন্তু কেন হঠাৎ 'লিভ ইন'-এর কথা বললেন মদন মিত্র? সিপিএম-এর অবস্থান নিয়ে খোঁচা দিতে গিয়েই এদিন 'লিভ ইন'-এর প্রসঙ্গ টেনে আনেন তিনি।

Madan Mitra: লিভ ইন করব, কিন্তু বাচ্চার বাপের নাম দেব না, কেন বললেন?
মদন মিত্র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: তৃণমূলের ‘কালারফুল’ বিধায়ক মদন মিত্রের গলায় এবার ‘লিভ ইন’-এর তত্ত্ব। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বুধবার ‘লিভ ইন’ এর মানে বোঝালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। কিন্তু কেন হঠাৎ ‘লিভ ইন’-এর কথা বললেন মদন মিত্র? সিপিএম-এর অবস্থান নিয়ে খোঁচা দিতে গিয়েই এদিন ‘লিভ ইন’-এর প্রসঙ্গ টেনে আনেন তিনি। কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, সিপিএমের অবস্থা ‘লিভ ইন’ সম্পর্ক রাখার মতো।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কোমর বাঁধছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এক ছাতার তলায় আসছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ অবিজেপি দলগুলি। বিরোধীদের মিলিত মঞ্চ তৈরি হয়েছে – ‘ইন্ডিয়া’। যদিও এই ‘ইন্ডিয়া’-কে কোনও জোট হিসেবে দেখছে না সিপিএম, তাদের কথায় এটা একটা ব্লক। শুধু তাই নয়, জাতীয় রাজনীতিতে সিপিএমের অবস্থান হল ‘ইন্ডিয়া’ থাকলেও সমন্বয় কমিটিতে কোনও প্রতিনিধি রাখছে না তারা।

আর সিপিএমের এমন অবস্থানের মাঝেই কামারহাটির বিধায়ক মদন মিত্র সিপিএমকে তুলনা করলেন ‘লিভ ইন’ সম্পর্কের সঙ্গে। বললেন, ‘সিপিএম মানে হল, আমি লিভ ইন করব, তোমায় নিয়ে ফুর্তি করব। তোমায় নিয়ে বিলেত যাব রে। দরকার হলে বাচ্চাও আসবে, কিন্তু বাচ্চাকে বাপের নাম দেব না। আমার যেমন বেণি তেমনি রবে, চুল ভেজাব না। সব কিছুতে থাকব। ইন্ডিয়ার খাব, ইন্ডিয়ার পরব, কিন্তু হাঁড়ি ছোঁব না।’

সিপিএমকে খোঁচা দিয়ে মদন মিত্রর দাবি, ‘ওরা লিভ ইনে বিশ্বাস করে। ওরা বিয়ে বাড়ি হলে যায় না, কারণ উপহার দিতে হবে। কিন্তু শ্রাদ্ধবাড়ি হলে যায়, কারণ কিছু দিতে হবে না। একটা রজনীগন্ধা নিয়ে চলে গেলেই হয়।’

মদন মিত্রের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলছেন, ‘মদন মিত্র নাকি কী সব মন্তব্য করেছেন! ইন্ডিয়া ব্লক, সিপিএমের কী করা উচিত, কী না করা উচিত এই সব বিষয়ে। রাজনীতির কথার উত্তর রাজনীতির নেতার দিলেই তো ভাল, রাজনীতির কথা রসেবসে হয় না। উনি রসেবসে আছেন, তাই থাকুন। ‘ও লাভলী’তে আছেন, তাই থাকুন। মুখ্যমন্ত্রীর কালারফুল বয় আছেন তাই থাকুন। সকাল সাতটায় একরকম , সন্ধ্যে সাতটায় আরেকরকম উনি তাই থাকুন। উনি রাজনীতিতে ফিরলে ওঁর কথার উত্তর দেওয়া যাবে।’

Next Article