
কলকাতা: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় স্বস্তি শাসক দলের বিধায়ক পরেশ পালের। শর্ত সাপেক্ষে আগাম জামিন মঞ্জুর তৃণমূল বিধায়ক পরেশ পালের। এক লক্ষ টাকার বণ্ডে জামিন মঞ্জুর করলেন বিচারপতি। তাঁর পাশাপাশি স্বপন সমাদ্দার,পাপিয়া ঘোষ এই জামিন মঞ্জুর করে আদালত। সিবিআই চার্জশিট চারবছরে দিলেও অভিযুক্তরা সবাই সহযোগিতা করেছে। সেই মর্মেই এ দিন জামিন মঞ্জুর করেছেন বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ।
তবে পরেশ পাল জামিন পেলেও আদালত তাঁকে দিয়েছে একাধিক শর্ত। নারকেলডাঙা থানা এলাকার শীতলা তলায় ঢুকতে পারবেন না তাঁরা। কাউকে হুমকি দেওয়া যাবে না।দেশ ছাড়তে পারবেন না পরেশ পাল সহ বাকিরা। এই শর্তগুলি তখনই প্রযোজ্য হবে, যদি সিবিআই সমনে পরেশ পাল গ্রেফতার হন তখন। সেই সময় জামিন পেয়েই যাবেন, পাশাপাশি এই শর্তগুলি তখন প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বেলেঘাটার বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভিজিৎ সরকারের পরিবার। তাঁদের দাবি, সরাসরি এই তৃণমূল বিধায়কেরই মদতে অভিজিতকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ খুনের চার্জশিটে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের পাশাপাশি পরেশ পালেরও নাম জোড়ে সিবিআই। তবে একাধিকবার বিধায়ক সিবিআই হাজিরা এড়িয়েছিলেন। তা নিয়ে যদিও বিচারকের কাছে ধমকও খান পরেশ। সেই মামলার জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এবার তাতেই বড়সড় স্বস্তি পেলেন পরেশ পাল। গ্রেফতার হলেও জামিন পাবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।